Thursday, May 15, 2025

আকাশ চিনবে আলিপুরদুয়ারের মেয়ে, ISRO তে ডাক দশম শ্রেণির মুসকানের!

Date:

ছোট থেকেই রাতের আকাশের দিকে তাকিয়ে থাকত মেয়েটা। চাঁদ, তারা ,মেঘ পেরিয়ে যেন আরও অনেক অজানা কিছুকে খুঁজতে চাইতো তাঁর দুই চোখ। মহাকাশের ওপার থেকে সত্যিই কি কেউ একইভাবে দেখতে পেয়েছিল আলিপুরদুয়ারের দশম শ্রেণির ছাত্রী মুসকান চৌধুরীকে (Muskan Choudhary)? কিছুটা রূপকথার মত শোনালেও , গল্পের থেকেও সত্যি হওয়ার মতো ঘটনা ঘটেছে মুসকানের জীবনে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন বা ইসরোর (ISRO) শিবিরে বিশেষ প্রশিক্ষণের ডাক পেয়েছেন আলিপুরদুয়ারের (Alipurduwar) মেয়েটা। কিশোরীর সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে জেলার মানুষও।

আলিপুরদুয়ারের বীরপাড়ার দিনবাজারের বাসিন্দা ওমপ্রকাশ চৌধুরীর মেয়ে মুসকান চৌধুরী। বর্তমানে জটেশ্বর মর্নিং স্টার বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তাঁর বাবা পেশায় একজন ব্যবসায়ী। ছোট থেকেই মুসকান চৌধুরীর স্বপ্নকে সযত্নে লালন করেছেন তাঁর স্কুলের শিক্ষকরা। এবার সবটা সত্যি হওয়ার পালা। কিন্তু কীভাবে ঘটল এই অবিশ্বাস্য ঘটনা? মুসকান জানান, ছোট থেকেই মহাকাশ বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখেছেন তিনি। ইসরোর এই প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে অনলাইনে পরীক্ষা দিয়েছেন চলতি মাসের ৩ তারিখে। মোট দুটো রাউন্ডে পরীক্ষা হয়। গত ১০ এপ্রিল ফল প্রকাশিত হলে দেখা যায় প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পেয়েছে সে। আগামী ১৪ মে ইসরোর সেন্টারে পৌঁছবেন তিনি। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে (Satish Dhawan space centre) ২৭ মে পর্যন্ত প্রশিক্ষণ চলবে তাঁর। মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত বাবা। বাংলার মেয়েটার এবার মহাকাশ জয়ের পথ চলা শুরু।

 

Related articles

দিল্লির কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

দিল্লির শ্রী গুরু গোবিন্দ সিং কলেজ অফ কমার্সে(Sri Guru Govind Singh Collage of commerce) বিধ্বংসী অগ্নিকাণ্ড(Dire Incident)। বৃহস্পতিবার...

মঙ্গলে ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুপ্রিম শুনানি

ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ দেওয়া হবে কি,সুপ্রিম সিদ্ধান্ত আগামী মঙ্গলবার (২০মে)। কেন্দ্রীয় সরকার সংসদের দুই কক্ষে WAQF সংশোধনী...

স্বস্তি আরসিবি শিবিরে, আইপিএলে আসছেন দশ হেজেলউড

অবশেষে স্বস্তি। জশ হেজেলউড(Josh Hazlewood) যোগ দিচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে(RCB)। যদিও কবে তিনি যোগ দেবেন তা নিয়ে এখনও...

কর্নেল কুরেশিকে নিয়ে সাম্প্রদায়িক মন্তব্য, বিজেপি মন্ত্রীকে সুপ্রিম-ভর্ৎসনা

অপারেশন সিঁদুরে নেতৃত্ব দেওয়া কর্নেল সোফিয়া কুরেশিকে (Sophia Qureshi) নিয়ে বিজেপি মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন ধর্মান্ধ মন্তব্যের পড়া সমালোচনা করলেন...
Exit mobile version