Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) আজ আইপিএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে নীতীশ রানাদের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। জয়ই লক্ষ‍্য নাইটদের।

২) আজ সুপার কাপের পরবর্তী নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। জামশেদপুরকে সমীহ বাগানের। কঠিন ম্যাচ। জেতা সহজ হবে না। বললেন গোকুলাম ম‍্যাচের নায়ক লিস্টন কোলাসো।

৩) বৃহস্পতিবার সুপার কাপে এগিয়ে থেকেও জয় হাতছাড়া ইস্টবেঙ্গলের। হায়দরাবাদ এফসির সঙ্গে ৩-৩ গোলে ড্র স্টিফেন কনস্ট‍্যান্টাইনের দল। হায়দরাবাদের সঙ্গে ড্র করে শেষ চারে ওঠার আশা কার্যত শেষ হয়ে গেল লাল-হলুদের।

৪) আইপিএল-এ ফের জয়ের রাস্তায় ফিরল গুজরাত টাইটান্স। বৃহস্পতিবার তারা ৬ উইকেটে হারায় পাঞ্জাব কিংসকে। শুভমন গিলের অর্ধশতরানই জিতিয়ে দিল গুজরাতকে। পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এল হার্দিক পান্ডিয়ারা।

৫) আল নাসেরের হেড কোচের পদ থেকে সরলেন  রুডি গার্সিয়া। সৌদি আরবের ক্লাব জানিয়েছে যে, আল নাসেরের কোচের পদ থেকে সরে গিয়েছেন তিনি। রোনাল্ডোদের নতুন কোচ হলেন আল নাসেরের অনুর্ধ্ব-১৯ কোচের দায়িত্ব সামলে আসা ডিনকো জেলিসিস।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Previous articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ
Next articleToday market price : আজকের বাজারদর