রাতের অন্ধকারে নয় বরং প্রকাশ্য দিবালোকে একের পর এক গাছ অবৈধভাবে কাটা হচ্ছে। অভিযোগ আগেই পেয়েছিলেন, এবার সোজা পুলিশ (Police) নিয়ে হাজির হলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (TMC MLA Asit Majumder)।পোলবা সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পাশে দিনের পর দিন এই ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছিলেন স্থানীয়রা। এবার পোলবা থানার পুলিশকে নিয়ে শুক্রবার ওই এলাকায় যান চুঁচুড়ার (Chunchura) তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (Asit Majumder)।
বিধায়ককে দেখতে পেয়ে যাঁরা গাছ কাটছিলেন তাঁরা একটু অবাক হয়ে যান।কার নির্দেশে গাছ কাটা হচ্ছে? মালিক কে? গাছ কাটার কোনও অনুমতি আছে কি? সরাসরি প্রশ্ন করেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।প্রকাশ্য দিবালোকে অবাধে চলছিল বড় বড় আম গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছিল। বিধায়কের নির্দেশ পেয়ে পুলিশ পাঁচজনকে ঘটনাস্থল থেকে আটক করে নিয়ে যায়। এই বিষয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, “পোর্ট ক্লাবে একটি রক্তদান শিবিরে উপস্থিত ছিলাম। একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে জানান সুগন্ধা পঞ্চায়েতের পাশে বিরাট বড় আমবাগান রয়েছে সেখানে অবাধে গাছ কাটা চলছে। খবর পাওয়া মাত্রই আমি থানায় ফোন করি ও তৃণমূল কর্মীদেরও ফোন করি।সেখানে গিয়ে দেখতে পাই অবাধে গাছ কাটা চলছে। যিনি খবর দিয়েছেন তাঁকে ধন্যবাদ জানাই।” বিধায়ক বলেন গাছ কাটা, পুকুর ভরাট করা সমাজের পক্ষে ক্ষতিকর। এই ধরনের অন্যায় কাজকে সমর্থন না করে প্রতিবাদ করার পরামর্শ দেন বিধায়ক অসিত মজুমদার।