Wednesday, August 27, 2025

উদ্বেগ বাড়িয়ে দেশে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। গরমের দাপট শুরু হতেই নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। সংক্রমণ রোধে চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসামহলে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১০৯ জন নতুন সংক্রমণে আক্রান্ত হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯ শতাংশ বেশি! শুক্রবারের রিপোর্ট অনুযায়ী, এদিন দেশে কোভিডে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪৯ হাজার ৬২২!

আরও পড়ুন:বাংলায় এসেই ফের ‘সাম্প্র.দায়িক তাস’ শাহর, পাল্টা কটাক্ষ তৃণমূলের

সংক্রমণের পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও।গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস প্রাণ কেড়েছে মোট ২০ জনের। ফলে দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩১ হাজার ৬৪। সুস্থতার হারও সামান্য হলেও নিম্নমুখী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ। কিছুদিন আগেই এই হার ৯৯ শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। মহারাষ্ট্র এবং দিল্লির পরিসংখ্যান বেশ উদ্বেগজনক। দুই রাজ্যেই দৈনিক আক্রান্ত হাজারের বেশি। উত্তরপ্রদেশেও ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ।

দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশের পাশাপাশি চিন্তা বাড়ছে বাংলাতেও। বৃহস্পতিবারের তথ্য বলছে, ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড সংক্রমিত হয়েছেন ৬৬ জন। এঁদের মধ্যে প্রায় অর্ধেকই কলকাতার বাসিন্দা। রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ৪০০-রও বেশি। এই অবস্থায় বৃহস্পতিবারই বৈঠকে বসেছিল গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড। কোভিড পরিস্থিতি মোকাবিলার জন্য ২০২০ সালে তৈরি হয়েছিল এই বোর্ড। সাম্প্রতিক পরিস্থিতিতে টেস্ট বাড়ানোর পরামর্শ দিয়েছেন বোর্ডের সদস্যরা।

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version