Wednesday, December 17, 2025

হু হু করে বাড়ছে দেশের কো.ভিড সংক্রমণ! ফিরছে মাস্ক!

Date:

Share post:

উদ্বেগ বাড়িয়ে দেশে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। গরমের দাপট শুরু হতেই নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। সংক্রমণ রোধে চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসামহলে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১০৯ জন নতুন সংক্রমণে আক্রান্ত হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯ শতাংশ বেশি! শুক্রবারের রিপোর্ট অনুযায়ী, এদিন দেশে কোভিডে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪৯ হাজার ৬২২!

আরও পড়ুন:বাংলায় এসেই ফের ‘সাম্প্র.দায়িক তাস’ শাহর, পাল্টা কটাক্ষ তৃণমূলের

সংক্রমণের পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও।গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস প্রাণ কেড়েছে মোট ২০ জনের। ফলে দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩১ হাজার ৬৪। সুস্থতার হারও সামান্য হলেও নিম্নমুখী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ। কিছুদিন আগেই এই হার ৯৯ শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। মহারাষ্ট্র এবং দিল্লির পরিসংখ্যান বেশ উদ্বেগজনক। দুই রাজ্যেই দৈনিক আক্রান্ত হাজারের বেশি। উত্তরপ্রদেশেও ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ।

দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশের পাশাপাশি চিন্তা বাড়ছে বাংলাতেও। বৃহস্পতিবারের তথ্য বলছে, ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড সংক্রমিত হয়েছেন ৬৬ জন। এঁদের মধ্যে প্রায় অর্ধেকই কলকাতার বাসিন্দা। রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ৪০০-রও বেশি। এই অবস্থায় বৃহস্পতিবারই বৈঠকে বসেছিল গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড। কোভিড পরিস্থিতি মোকাবিলার জন্য ২০২০ সালে তৈরি হয়েছিল এই বোর্ড। সাম্প্রতিক পরিস্থিতিতে টেস্ট বাড়ানোর পরামর্শ দিয়েছেন বোর্ডের সদস্যরা।

 

 

spot_img

Related articles

মেসির ভারত সফরের টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন, সমালোচনায় সরব হাবাস

অনিশ্চয়তার অন্ধকারে ভারতীয় ফুটবল, সেখানে লিও মেসিকে(Messi) এনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। এই নিয়ে আগেই সমালোচনা...

যুবভারতী কাণ্ডে বাড়ল সিটের সদস্যসংখ্যা, ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক টিম

লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফরে যেভাবে যুবভারতীতে বিশৃঙ্খলা হয়েছে তার তদন্তে আগেই SIT গঠন করা হয়েছে। এবার...

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনী মৃত্যু! গত তিনমাসে মৃত ৩ রয়্যাল বেঙ্গল

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর (Tigress) মৃত্যু। বুধবার সকালে একটি  সাব অ্যাডাল্ট রয়্যাল বেঙ্গল বাঘিনীর  মৃত্যু হয়। এই নিয়ে...

ঘাটাল মাস্টার প্ল্যানে অগ্রগতি, শিলাবতী ও কাটান খালে সমীক্ষার সিদ্ধান্ত রাজ্যের

ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) রূপায়ণের পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। দীর্ঘদিন আটকে থাকা এই...