ফিরল মোরবির স্মৃতি! জম্মুতে ভেঙে পড়ল ব্রিজ, বাড়ছে আ.হতের সংখ্যা

খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধার কাজ। তবে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে আহতদের সংখ্যা।

চলছিল বৈশাখীর উৎসব পালনের অনুষ্ঠান। আর সেইসময় আচমকাই ভেঙে পড়ল ভিড়ে ঠাসা ফুটব্রিজ (Foot Bridge)। দুর্ঘটনার জেরে হুড়মুড়িয়ে নীচে পড়ে গেল বহু মানুষ। দুঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে আহত অন্তত ৮০ জন। আহতদের (Injured) মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর চোট পেয়েছে কমপক্ষে সাত শিশু। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের(Jammu & Kashmir) উধমপুর (Udhampur) জেলায়।

শুক্রবার উধমপুর জেলার চেনানি ব্লকের অন্তর্গত বেইন গ্রামের বেনি সঙ্গমের উপরের ফুটব্রিজটি আচমকাই ভেঙে পড়ে। সেই সময় বৈশাখী পার্বন উদযাপনের জন্য সেতুতে ভিড় জমিয়েছিলেন স্থানীয় মানুষজন। সেই সময়ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পায়ে হাঁটা সেতুটি। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ (Police) এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী (Disaster Management)। শুরু হয় উদ্ধার কাজ। তবে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে আহতদের সংখ্যা। তবে এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ছট পুজোয় গুজরাটের মোরবি (Gujrat Morbi) জেলার মাচ্ছি নদীর উপরে ঝুলন্ত সেতু ভেঙে পড়ে কমপক্ষে ১৩৫ জনের মৃত্যু হয়। সেতু মেরামতি সম্পূর্ণ হওয়ার আগেই তা খুলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে।

 

 

Previous articleধোনির কি পায়ে চোট? কী বলছেন সিএসকে কোচ? মাহিকে নিয়ে বিশেষ ভিডিও পোস্ট সিএসকের
Next articleনাগরদোলায় চুল আটকে সাং.ঘাতিক কাণ্ড বাঁকুড়ায়!