Monday, November 10, 2025

অমর্ত্যর অনুপস্থিতিতে মাপাও যাবে না জমি: বিশ্বভারতীর নোটিশের পাল্টা নির্দেশ আদালতের

Date:

Share post:

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) জমি দখল করতে এবার নোটিশ দিল বিশ্বভারতী। ১৩ ডেসিবেল জমি নিয়ে অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতী বিদ্যালয়ের (Viswa Bharati University) সমস্যা বহুদিনের। কিন্তু বর্তমানে বিদেশে নোবেলজয়ী অর্থনীতিবিদ। হেয়ারিংয়ে উপস্থিত না হওয়ায় ১৯৭১ সালের উচ্ছেদ আইন অনুযায়ী পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী। ইতিমধ্যেই অমর্ত্য সেনের আইনজীবীকে নোটিশ দিয়েছে বিশ্বভারতী।

বিশ্বভারতীর হিয়ারিং-এ উপস্থিত না থাকায় ১৯৭১-এর উচ্ছেদ আইন অনুযায়ী, ১৯ এপ্রিল বেলা ১২ টায় পদক্ষেপ করার কথা জানিয়ে অমর্ত্য সেনের আইনজীবীকে নোটিশ পাঠিয়েছেন বিশ্বভারতীর রেজিস্ট্রার। একদিকে জমি দখল হতে পারে এই আশঙ্কায় আদালতের দ্বারস্থ হয়েছেন অমর্ত্য সেনের বাড়িটির দেখভালের দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার। কিন্তু মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে জমি দখল করা যায় যায়, সে বিষয়ে শান্তিনিকেতন থানার কর্তব্যরত ওসিকে শান্তি বজায় রাখার নির্দেশ দেয় বোলপুর মহকুমা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত। পাশাপাশি, প্রতীচীর আশেপাশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার সংক্রান্ত রিপোর্টও দিতে বলা হয়েছে। অমর্ত্য সেনের অনুপস্থিতিতে জমি মাপাও যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত।

বাবার নামে থাকা জমি উত্তরাধিকার সূত্রে অমর্ত্য সেনেরই প্রাপ্য। এ বিষয়ে কোনও বিতর্কের অবকাশ নেই। এই নিয়ে রাজ্য সরকারের কাছে যে নথি রয়েছে তা ইতিমধ্যেই নোবেল জয়ী অর্থনীতিবিদের কাছে পৌঁছে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া জমির মিউটেশনও হয়েছে। কিন্তু তারপরেও বিশ্বভারতীর এই গাজোয়ারি নিয়ে প্রশ্ন উঠছে।

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...