Thursday, November 13, 2025

রাজস্থানে দেখা মিলল অমৃতপালের! ফের খা.লিস্তানি নেতাকে ধরতে ব্যর্থ পুলিশ

Date:

পাকিস্তান সীমান্তের কাছে রাজস্থানে এবার দেখা মিললেল আবারও পুলিশের চোখে ধুলো দিয়ে উধাও হলেন খালিস্তানিপন্থী নেতা অমৃতপাল সিং। গত মাস থেকে অমৃতপালকে খুঁজছে পুলিশ।অথচ বিভিন্ন ছদ্মবেশ ধরেই পালিয়ে বেরাচ্ছেন তিনি।

আরও পড়ুন:হাম*লা হলে জবাব দিতে প্রস্তুত ভারত, ক*ড়া বার্তা জয়শংকরের

রাজস্থান পুলিশের একটি সূত্র জানিয়েছে, রাজ্যের হনুমানগড় জেলায় দেখা গিয়েছে অমৃতপালকে। পাঞ্জাবের মুক্তসর এবং ফাজিলকা সীমান্তে রয়েছে এই জেলা। ওই সূত্র জানিয়েছে, পাঞ্জাব পুলিশের একটি দলও তল্লাশি চালাচ্ছে। হনুমানগড়ের যে বাড়িতে ছিলেন অমৃতপাল, তা ঘেরাও করা হয়েছিল। যদিও তার আগেই পালিয়ে গিয়েছিলেন অমৃতপাল। এর আগে যদিও রাজস্থান পুলিশ দাবি করেছিল, অমৃতপাল সে রাজ্যে নেই। তবে এই প্রসঙ্গে স্টেশন হাউস অফিসার জানিয়েছিলেন, খালিস্তানপন্থী নেতাকে তিনি চেনেন না। তবে ৬ ফুট উচ্চতার ফরসা এক বহিরাগতকে ওই বাড়িতে তিনি দেখেছিলেন। নিহাঙ্গদের মতো পোশাক পরেছিলেন।

হনুমানগড় জেলায় অভিযান চালিয়ে অমৃতপালকে ধরা যায়নি। তবে বৃহস্পতিবার সকালে তাঁর মায়ের কাছে একটি ফোন আসে। ফোনটি করেছিলেন অবতার সিংহ খাণ্ডা। অমৃতপালের উত্থানের নেপথ্যে রয়েছেন তিনিই। ফোনে অমৃতপালের মাকে তিনি জানিয়েছিলেন, খালিস্তানপন্থী নেতার জীবন নিয়ে সংশয় রয়েছে। পুলিশি অভিযানের সময় ফের পালিয়ে গিয়েছেন তিনি। এ সব শুনে অমৃতপালের মা কেঁদে ফেলেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, হরদীপ নামে এক ব্যক্তির বাড়িতে ছিলেন অমৃতপাল। বন্দুকবাজ হরদীপ ঘনিষ্ঠ ছিলেন অমৃতপালের। এই হরদীপের বাড়ি ভাটিণ্ডার তালওয়াণ্ডির খুব কাছে। অমৃতপালের সঙ্গে তিনিও পালিয়ে যান। বৃহস্পতিবার ভোর ৩টের সময় তাঁকে আটক করেছে পুলিশ। হনুমানগড়, গঙ্গানগরে তল্লাশি চলছে। প্রসঙ্গত, অমৃতপাল ফেরার হওয়ার কারণে এ বছর পাঞ্জাব পুলিশের বৈশাখীর ছুটি বাতিল হয়েছে।

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version