Sunday, May 4, 2025

রাজস্থানে দেখা মিলল অমৃতপালের! ফের খা.লিস্তানি নেতাকে ধরতে ব্যর্থ পুলিশ

Date:

পাকিস্তান সীমান্তের কাছে রাজস্থানে এবার দেখা মিললেল আবারও পুলিশের চোখে ধুলো দিয়ে উধাও হলেন খালিস্তানিপন্থী নেতা অমৃতপাল সিং। গত মাস থেকে অমৃতপালকে খুঁজছে পুলিশ।অথচ বিভিন্ন ছদ্মবেশ ধরেই পালিয়ে বেরাচ্ছেন তিনি।

আরও পড়ুন:হাম*লা হলে জবাব দিতে প্রস্তুত ভারত, ক*ড়া বার্তা জয়শংকরের

রাজস্থান পুলিশের একটি সূত্র জানিয়েছে, রাজ্যের হনুমানগড় জেলায় দেখা গিয়েছে অমৃতপালকে। পাঞ্জাবের মুক্তসর এবং ফাজিলকা সীমান্তে রয়েছে এই জেলা। ওই সূত্র জানিয়েছে, পাঞ্জাব পুলিশের একটি দলও তল্লাশি চালাচ্ছে। হনুমানগড়ের যে বাড়িতে ছিলেন অমৃতপাল, তা ঘেরাও করা হয়েছিল। যদিও তার আগেই পালিয়ে গিয়েছিলেন অমৃতপাল। এর আগে যদিও রাজস্থান পুলিশ দাবি করেছিল, অমৃতপাল সে রাজ্যে নেই। তবে এই প্রসঙ্গে স্টেশন হাউস অফিসার জানিয়েছিলেন, খালিস্তানপন্থী নেতাকে তিনি চেনেন না। তবে ৬ ফুট উচ্চতার ফরসা এক বহিরাগতকে ওই বাড়িতে তিনি দেখেছিলেন। নিহাঙ্গদের মতো পোশাক পরেছিলেন।

হনুমানগড় জেলায় অভিযান চালিয়ে অমৃতপালকে ধরা যায়নি। তবে বৃহস্পতিবার সকালে তাঁর মায়ের কাছে একটি ফোন আসে। ফোনটি করেছিলেন অবতার সিংহ খাণ্ডা। অমৃতপালের উত্থানের নেপথ্যে রয়েছেন তিনিই। ফোনে অমৃতপালের মাকে তিনি জানিয়েছিলেন, খালিস্তানপন্থী নেতার জীবন নিয়ে সংশয় রয়েছে। পুলিশি অভিযানের সময় ফের পালিয়ে গিয়েছেন তিনি। এ সব শুনে অমৃতপালের মা কেঁদে ফেলেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, হরদীপ নামে এক ব্যক্তির বাড়িতে ছিলেন অমৃতপাল। বন্দুকবাজ হরদীপ ঘনিষ্ঠ ছিলেন অমৃতপালের। এই হরদীপের বাড়ি ভাটিণ্ডার তালওয়াণ্ডির খুব কাছে। অমৃতপালের সঙ্গে তিনিও পালিয়ে যান। বৃহস্পতিবার ভোর ৩টের সময় তাঁকে আটক করেছে পুলিশ। হনুমানগড়, গঙ্গানগরে তল্লাশি চলছে। প্রসঙ্গত, অমৃতপাল ফেরার হওয়ার কারণে এ বছর পাঞ্জাব পুলিশের বৈশাখীর ছুটি বাতিল হয়েছে।

 

 

Related articles

রাষ্ট্রপতি শাসন! রাজ্যপালের সামশেরগঞ্জ-রিপোর্ট বিজেপি-কে খুশি করতে, তোপ তৃণমূলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির প্রায় একমাস পার। জনজীবন স্বাভাবিক করে স্থানীয় মানুষ নিত্যদিনের কাজ থেকে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করেছে।...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৪ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

কাশ্মীরের রমবানে খাদে সেনার গাড়ি, মৃত্যু ৩ জওয়ানের

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ জিগিরের মাঝেই ফের বিপর্যয় ভারতীয় সেনায় (Indian Army)। কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল তিন সেনা...

১৫ দিনে দ্বিতীয়বার! খড়গপুর আইআইটি-তে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

খড়গপুর আইআইটি-র হস্টেল থেকে মিলল আরও এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। মাত্র চার মাসের ব্যবধানে এই নিয়ে তৃতীয় মৃত্যু...
Exit mobile version