Friday, August 29, 2025

আজ সুপার কাপের দ্বিতীয় ম‍্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ জামশেদপুর

Date:

আজ সুপার কাপের দ্বিতীয় ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। সুপার কাপে শুরুটা ভাল করেছে দু’টি দলই। তাই দুটো আইএসএল দলের মধ্যে ম্যাচটা উপভোগ্য হতে পারে। মোহনবাগান অবশ্য জামশেদপুরকে নিয়ে বেশ সতর্ক। এডি বুথরয়েডের দলকে প্রচণ্ড সমীহ করছে জুয়ান ফেরান্দোর দল।

কেরলে চূড়ান্ত অব্যবস্থার মধ্যেই প্রস্তুতি চালাচ্ছে দলগুলি। মোহনবাগানও তার ব্যতিক্রম নয়। হ্যালোজেনের আলোয় প্রায় অন্ধকার মাঠে অনুশীলন করতে হচ্ছে প্রীতম কোটাল, লিস্টন কোলাসোদের। তবে কোনও অভিযোগের রাস্তায় না হেঁটে ম্যাচেই মনোনিবেশ করেছে সবুজ-মেরুন শিবির। প্রতিপক্ষ জামশেদপুরকে নিয়ে কাটাছেঁড়া ও রণকৌশল তৈরির কাজে ব্যস্ত কোচ জুয়ান। নক আউট টুর্নামেন্টে স্প্যানিশ কোচের কাছে প্রতিটি ম্যাচই ফাইনাল। এই ধরনের টুর্নামেন্টে একটা ম্যাচ ড্র করা মানে হারেরই শামিল।
একই সুর ফুটবলারদের গলায়। হুগো বৌমোস গোকুলাম ম্যাচে নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন। বলছেন,”গ্রুপে একটা দল সেমিফাইনালে যাবে। তাই জেতা ছাড়া বিকল্প রাস্তা নেই। প্রথম ম্যাচে পুরো দল ভাল খেলেছে। চারজন গোল পেয়েছে। লিস্টন অসাধারণ দুটো গোল করেছে। মনবীর, কিয়ানরা গোল পেয়েছে। আশা করি, জামশেদপুরের বিরুদ্ধেও আমরা নিজেদের সেরা খেলাটাই খেলব।’’

প্রতিপক্ষের সেট পিস মুভমেন্ট নিয়ে সতর্ক সবুজ-মেরুন শিবির। বৌমোস বলছেন, “জামশেদপুর আইএসএলে এবং এখানে প্রথম ম্যাচে দেখলাম, সেট পিসে ওরা খুব ভাল। গোলও করছে সেট পিস থেকে। এটা আমাদের মাথায় রাখতে হবে। সেটা ওদের বাড়তি সুবিধা।”

জামশেদপুরের কোচ এডি বুথরয়েড বলেছেন, “মোহনবাগানের মরশুম খুব ভাল গিয়েছে। তবে আমরা নিজেদের খেলায় ফোকাস রাখছি।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version