Thursday, November 6, 2025

ভোট ঘোষণার আগেই শুভেন্দুর নির্দেশে একতরফা প্রার্থী ঘোষণা! নন্দীগ্রামে বিজেপির দ্বন্দ্ব চরমে

Date:

বিজেপি নাকি ক্যাডারভিত্তিক দল, এই দলে ব্যক্তি প্রাধান্য পায় না। ব্যক্তির ঊর্ধ্বে দল, গোটা দেশে এটাই বিজেপির স্লোগান। কিন্তু বাংলার বুকে গেরুয়া শিবিরের সবেতেই উলট পুরাণ! শুভেন্দু অধিকারীর মতো দলবদলু তৎকালরা যেদিন থেকে বঙ্গ বিজেপিকে হাইজ্যাক করেছে, তারপর থেকেই দল প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো আচরণ করছে। আদি বিজেপির এই বাংলার বুকে ব্রাত্য। সাম্প্রতিক একটি ঘটনা বলে দিচ্ছে, বঙ্গ বিজেপির রাশ এখন শুভেন্দুর হাতেই। আর তা নিয়েই দলের অন্দরে প্রবল অসন্তোষ। অবশেষে কেন্দ্রীয় নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হল।

আরও পড়ুন:চৈত্র সংক্রান্তির সকালে বেলুড় মঠে রাজ্যপাল! বর্ষশেষের দিনে কোন কর্মসূচিতে অংশ নিলেন তিনি?

ঘটনা ঠিক কী? রাজ্যে এখনও পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই নজিরবিহীনভাবে বিরোধী দলনেতা শুভেন্দুর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে কেন পঞ্চায়েতে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হল? রীতিমতো ক্ষুদ্ধ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয়ভাবেই প্রার্থীদের নাম ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হল বৈঠকে। সূত্রের খবর তেমনই।

শুভেন্দুর একতরফা নির্দেশে নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের হরিপুর পঞ্চায়েতে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ১৫ আসনের পঞ্চায়েতে ১৪টিতেই প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির। কেন আগাম প্রার্থী ঘোষণা? যেখানে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, ”পঞ্চায়েত নিয়ে আমরা বহু আগে থেকেই প্রস্তুতি শুরু করেছি। প্রার্থীদের বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে। কর্মীদের নাম ইতিমধ্যেই আমাদের কাছে চলে এসেছে”।

এদিকে, বিজেপি সূত্রে খবর ২০১৮ সালে যাঁরা প্রার্থী হয়েছিলেন, তাঁদের অনেকেই কেন বসে গিয়েছেন, তা জানতে চেয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। কেন তাঁরা দলের সঙ্গে যোগাযোগ রাখেননি? নন্দীগ্রামে ঘোষিত প্রার্থীতালিকাও সিলমোহর দিল না বিজেপির ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব। সম্প্রতি, শুভেন্দুদের জ্বালায় একের পর এক আদি বিজেপি নেতা দল ছেড়েছেন নন্দীগ্রামে। সবমিলিয়ে পঞ্চায়েতের আগে নন্দীগ্রাম নিয়ে বিজেপির অন্তর্দ্বন্দ্ব অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে।

 

 

Related articles

চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই যুবভারতী হকি স্টেডিয়ামের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

বাংলার খেলার মুকুটে জুড়ল নয়া পালক। রাজ্য সরকারের তহবিলে তৈরি যুবভারতী হকি স্টেডিয়ামের(VYBK Hockey Stadium) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী...

বঙ্গবিভূষণ আরতি-শত্রুঘ্ন: মঞ্চে আবেগাপ্লুত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী, মমতার ভূয়সী প্রশংসা অভিনেতা-সাংসদের

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধনের মঞ্চে বাংলার সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ দেওয়া হল বিখ্যাত সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়...

ম্যাচ আয়োজনে চূড়ান্ত ব্যর্থতা, বোর্ডের কড়া চিঠি সিএবিকে

মাত্র কয়েক মাস আগেই ক্ষমতায় এসেছে সিএবির(CAB) নতুন কমিটি। সভাপতির নাম স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু ম্যাচ আয়োজন করতে...

টি২০ বিশ্বকাপের জন্য মাঠ বেছে ফেলল বিসিসিআই, ফাইনাল পাবে ইডেন?

মহিলাদের একদিনের বিশ্বকাপ শেষ হতেই ভাবনা শুরু টি২০ বিশ্বকাপ নিয়ে। বছর ঘুরলেই টি২০ বিশ্বকাপ(T20 World Cup 2026 )যৌথভাবে...
Exit mobile version