মাত্র কয়েক মাস আগেই ক্ষমতায় এসেছে সিএবির(CAB) নতুন কমিটি। সভাপতির নাম স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু ম্যাচ আয়োজন করতে না পেরে মুখ পুড়ল সিএবির। তাও খোদ বিসিসিআইয়ের। যা নিয়ে চরম ক্ষুব্ধ বোর্ড(BCCI)।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিসিসিআই অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটের দুটি ম্যাচ উত্তর প্রদেশ বনাম দিল্লি এবং অন্ধ্রপ্রদেশ বনাম রাজস্থান ম্যাচ হওয়ার কথা ছিল দেশবন্ধু পার্কের মাঠে। নিয়ম মতোই ম্যাচের আগের দিন – র ম্যাচ রেফারি এবং আম্পায়াররা মাঠ পরিদর্শন করতে গিয়ে চমকে যান। দেশবন্ধু পার্কে মাঠ এবং পিচ কোনটাই তৈরি নয়, যার ফলে আয়োজন সম্ভব নয় বলে তারা ঘোষণা করে দেন।
গোটা বিষয়টি নিয়ে তারা অভিযোগ জানান বিসিসিআইকে।এরপরই বোর্ডের পক্ষ থেকে কড় ইমেল করা হয় বিসিসিআইকে। সিএবির কাছে জানতে চাওয়া হয় আগে থেকে সূচি দেওয়া হলেও কেন মাঠ বা পিচ তৈরি করা হল না। বোর্ডের জেনারেল ম্যানেজার আবে কুরুভিল্লা চরম ক্ষুব্ধ এই ঘটনায়। গোটা বিষয়টি নিয়ে সিএবির কাছ জবাব চাওয়া হয়েছে।
–
–
–
–
–