বাংলার খেলার মুকুটে জুড়ল নয়া পালক। রাজ্য সরকারের তহবিলে তৈরি যুবভারতী হকি স্টেডিয়ামের(VYBK Hockey Stadium) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই ট্রার্ফের স্টেডিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০ কোটি টাকা ব্যায়ে অত্যাধুনিক মানের এই হকি স্টেডিয়াম তৈরি করা হয়েছে। এর আগে রাজ্য সরকারের নিজস্ব কোনও টার্ফের হকি মাঠ ছিল না। সাইয়ের মধ্যেই যে হকি মাঠ ছিল সেখানেই বেটন কাপের আয়োজন করতে হত বেঙ্গল হকি সংস্থাকে। এবার থেকে বেটন কাপ হবে যুবভারতী হকি স্টেডিয়ামেই।
অত্যাধুনিক এই স্টেডিয়ামে ট্রার্ফটি অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে। ২২ হাজার আসন রয়েছে এই স্টেডিয়ামে। পাশাপাশি দুই দলের ড্রেসিংরুম, ডোপ পরীক্ষা কেন্দ্র, মেডিকেল রুম, প্রেস কর্ণার, ভিআইপি বক্স সবই আছে। সব মিলিয়ে ইডেন, যুবভারতীর পর বাংলা পেল আরও একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম।
আগামী ৮ নভেম্বর বেটন কাপের সূচনা হবে। এবার বেটন কাপের লাইভ স্ট্রিমিং হবে SSCN অ্যাপে।
–
–
–
–
–
