Thursday, December 4, 2025

পায়ের তলায় জমি নেই! শাহি দরবারে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর ‘বায়না’ বঙ্গ বিজেপির

Date:

Share post:

সিউড়ির সভা শেষে কলকাতায় ফিরে প্রথমে গিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে । এরপর বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ । নিউটাউনের ওই বৈঠকে ছিলেন দলের রাজ্য নেতৃত্বে। জানা গিয়েছে, ওই বৈঠকে আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে বার্তা দেন অমিত শাহ। বলেন, পঞ্চায়েত ভোটে বুথ আগলে রক্ষা করতে হবে। সব জায়গায় প্রার্থী দিতে হবে বলেও বার্তা দিয়েছেন।

আরও জানা গিয়েছে, পঞ্চায়েতে শাসক দলকে পাল্টা দিতে নিজেদের সর্বস্তরে প্রস্তুত রাখার কথাও বলেছেন শাহ। কিন্তু সমস্যা হল বঙ্গ বিজেপির পায়ের তলায় জমি নেই! যা পরিস্থিতি তাতে পঞ্চায়েতের সব আসনে প্রার্থী দিতেও পারবেনা বঙ্গ বিজেপি। ফলে ভোট বৈতরণী পার হতে মোদির সেনাপতির কাছে শাহি দরবারে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর ‘বায়না’ বঙ্গ বিজেপির।কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েতে ভোট করানোর আবেদনটি অমিত শাহ গুরুত্ব সহকারে ভাবছেন বলে জানিয়ে দিয়েছেন।

সূত্রের খবর, বঙ্গ বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, পঞ্চায়েত ভোট হিংসাত্মক হতে চলেছে। কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট হল, নির্বাচন ভয়াবহ হবে বলে শাহি বৈঠকে আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব।

জানা গিয়েছে, লোকসভা ভোটের আগে দলীয় সংগঠনকে আরও শক্তপোক্ত এবং আঁটসাঁটো করারও বার্তা দিয়েছেন শাহ। সিউড়ির সভা থেকে লোকসভা ভোটের জন্য বাংলা থেকে ৩৫টি আসন জেতার টার্গেট দিয়ে দিয়েছেন অমিত শাহ। সেই লক্ষ্যপূরণের জন্য সবাইকে একজোট হয়ে ময়দানে নামার নির্দেশ অমিত শাহ বৈঠকেও দিয়েছেন ।সিউড়ি সভা থেকে লোকসভার টার্গেট বেঁধে দেওয়া হলেও পঞ্চায়েত নির্বাচনের দিকেও নজর রাখছেন শাহ।

 

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...