Friday, August 22, 2025

পায়ের তলায় জমি নেই! শাহি দরবারে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর ‘বায়না’ বঙ্গ বিজেপির

Date:

Share post:

সিউড়ির সভা শেষে কলকাতায় ফিরে প্রথমে গিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে । এরপর বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ । নিউটাউনের ওই বৈঠকে ছিলেন দলের রাজ্য নেতৃত্বে। জানা গিয়েছে, ওই বৈঠকে আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে বার্তা দেন অমিত শাহ। বলেন, পঞ্চায়েত ভোটে বুথ আগলে রক্ষা করতে হবে। সব জায়গায় প্রার্থী দিতে হবে বলেও বার্তা দিয়েছেন।

আরও জানা গিয়েছে, পঞ্চায়েতে শাসক দলকে পাল্টা দিতে নিজেদের সর্বস্তরে প্রস্তুত রাখার কথাও বলেছেন শাহ। কিন্তু সমস্যা হল বঙ্গ বিজেপির পায়ের তলায় জমি নেই! যা পরিস্থিতি তাতে পঞ্চায়েতের সব আসনে প্রার্থী দিতেও পারবেনা বঙ্গ বিজেপি। ফলে ভোট বৈতরণী পার হতে মোদির সেনাপতির কাছে শাহি দরবারে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর ‘বায়না’ বঙ্গ বিজেপির।কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েতে ভোট করানোর আবেদনটি অমিত শাহ গুরুত্ব সহকারে ভাবছেন বলে জানিয়ে দিয়েছেন।

সূত্রের খবর, বঙ্গ বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, পঞ্চায়েত ভোট হিংসাত্মক হতে চলেছে। কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট হল, নির্বাচন ভয়াবহ হবে বলে শাহি বৈঠকে আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব।

জানা গিয়েছে, লোকসভা ভোটের আগে দলীয় সংগঠনকে আরও শক্তপোক্ত এবং আঁটসাঁটো করারও বার্তা দিয়েছেন শাহ। সিউড়ির সভা থেকে লোকসভা ভোটের জন্য বাংলা থেকে ৩৫টি আসন জেতার টার্গেট দিয়ে দিয়েছেন অমিত শাহ। সেই লক্ষ্যপূরণের জন্য সবাইকে একজোট হয়ে ময়দানে নামার নির্দেশ অমিত শাহ বৈঠকেও দিয়েছেন ।সিউড়ি সভা থেকে লোকসভার টার্গেট বেঁধে দেওয়া হলেও পঞ্চায়েত নির্বাচনের দিকেও নজর রাখছেন শাহ।

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...