Saturday, December 13, 2025

সভা চলাকালীন বি.স্ফোরণ! অল্পের জন্য প্রাণে বাঁচলেন জাপানের প্রধানমন্ত্রী

Date:

বরাত জোরে প্রাণে বাঁচলেন জাপানের প্রধানমন্ত্রী (Prime Minister of Japan) ফুমিও কিশিদা (Fumio Kishida)। জানা গিয়েছে, শনিবার জাপানের ওয়াকায়ামা শহরে একটি সভায় বক্তব্য় রাখছিলেন তিনি। আর সেই সময় মঞ্চের কাছেই বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় জাপানের প্রধানমন্ত্রীকে। তবে বর্তমানে তিনি সুরক্ষিত রয়েছেন বলেই খবর। ওয়াকামা শহরে ১ নম্বর জেলায় উপ-নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের জন্যই প্রচার চালাতে গিয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ফিশিং হারবার ঘুরে তাঁর ওয়াকামায় বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু মঞ্চে উঠতেই বিস্ফোরণ হয়।

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, পাইপের মতো কিছু একটি প্রধানমন্ত্রী কিশিদার মঞ্চের সামনে ছুঁড়ে মারা হয়েছিল। সেখান থেকেই বিস্ফোরণ (Blast) হয়। মনে করা হচ্ছে, স্মোক বা পাইপ বোমা দিয়ে হামলা চালানো হয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার উপরে। ইতিমধ্যেই সন্দেহভাজন একজনকে আটকও করেছে পুলিশ ও প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, এদিন ভারী লোহার পাইপের টুকরোর মতো একটি বস্তুর ভিতরে বিস্ফোরক রাখা ছিল। একাধিক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী কিশিদার মঞ্চের আশেপাশের গোটা এলাকা ধোঁয়ায় ভরে গিয়েছে। নিরাপত্তারক্ষীরা গোটা এলাকা ঘিরে রেখেছেন। ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলেন, তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

তবে এমন ঘটনা এই প্রথম নয়, গত বছরের জুলাই মাসে পশ্চিম জাপানের নারা শহরে একটি কর্মসূচিতে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে (Shinzo Abe) লক্ষ্য করে গুলি ছোড়েন এক আততায়ী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই আততায়ীকে গ্রেফতার করা হয়।

 

 

Related articles

শহরে পৌঁছলেন কিং খান: যোগ দেবেন ‘গোট কনসার্ট’-এ

মধ্যরাতে শহরে পৌঁছেছেন লিওনেল মেসি (Lionel Messi)। রাত জেগেছে তিলোত্তমা কলকাতা। ভোর থেকে উপচে পড়া ভিড় যুবভারতী ক্রীড়াঙ্গন...

গভীর রাতে রাজপুত্রের আগমন, আবেগে-স্লোগানে তিলোত্তমার মেসি বরণ

অপেক্ষার অবসান, কলকাতায় পা দিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি(Leo Messi)। ২০১১ সালের পর দ্বিতীয়বার কলকাতায় এলেন আর্জেন্টিনার মহাতারকা। ঘড়ির...

চাপের মধ্যে BLO-র দায়িত্ব: এবার শিক্ষকদের শিক্ষকতায় ফেরার বার্তা ব্রাত্যর

শুক্রবারও রাজ্যের শিক্ষকদের একটি শ্রেণি যাঁরা বিএলও-র দায়িত্ব সামলাচ্ছেন, তাঁরা প্রতিবাদ করেন নির্বাচনে কমিশনের (Election Commission) চাপানো কাজের...

‘জেলখাটা’ তকমা নয়, নাগরিক অধিকার ওদেরও আছে: বিশেষ স্ক্রিনিং জেলবন্দিদের নিয়ে তথ্যচিত্রের

অপরাধী আর নিরপরাধ। প্রমাণ করতেই বহু মানুষের জীবনের অমূল্য বহু সময় কেটে যায় গারদের ওপারে। এপারে বসে অপেক্ষা...
Exit mobile version