Thursday, August 28, 2025

আজ ওয়াংখেড়েতে নামছে কেকেআর, মুম্বইয়ের বিরুদ্ধে জয় লক্ষ‍্য নীতীশদের

Date:

আজ আইপিএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। হ্যারি ব্রুকের ধাক্কা সামলে ওঠার আগেই এবার নাইটদের মাথায় হিটম্যান। মুম্বইয়ের বিরুদ্ধে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া নীতীশ রানারা।

সূর্যকুমার যাদব রানে নেই। ঈশান কিষানও তাই। কিন্তু তিলক ভার্মা ভয়ঙ্কর মেজাজে খেলছেন।আগের ম্যাচে টিম ডেভিডও রান পেয়ে গিয়েছেন।ডেভিড স্পেশালিস্ট টি-২০ প্লেয়ার। সুতরাং আজ রোহিতদের ডেরায় কেকেআরের জন্য শক্ত চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ম্যাচ বরাবর নাইটদের জন্য ইজ্জত কি সওয়াল। শাহরুখ খান তাঁর ছেলেদের কাছে এই ম্যাচে জয় চেয়ে এসেছেন। এখন জমানা বদলেছে। মুম্বই ক্রিকেট সংস্থার সঙ্গে ঝামেলা মিটেছে। তবু আরব সাগরের তীরে এই ম্যাচ নিয়ে উত্তাপ রয়েছে। পরপর হারের পর মুম্বই সব জয়ে ফিরেছে। সেই তুলনায় ভাল জায়গায় কলকাতা নাইট রাইডার্স। তারা আরসিবি ও গুজরাত টাইটান্সকে হারিয়েছে। শুধু কাঁটা বলতে শুক্রবার সানরাইজার্সের কাছে হার। তবু মুম্বই যেখানে মোটে একটি ম্যাচ জিতেছে, সেখানে নাইটদের জয় দুটিতে।

কেকেআরের ইডেনে হারের সঙ্গেই জুটেছে আরেক বিড়ম্বনা। সেটা দ্রে রসকে নিয়ে। সানরাইজার্স ম্যাচে রাসেলকে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছে। তিনি ওভার শেষ করতে পারেননি। পরে ব্যাট করতে এসেছিলেন বটে, তবে ৬ বলে ৩ রান করে উইকেট ছুঁড়ে দিয়ে গিয়েছেন। শেষ তিন ম্যাচে রাসেলের রান ০, ১ ও ৩। চিন্তার বিষয় অবশ্যই। বোলার রাসেলকে শুক্রবার পাওয়া গেলেও ব্যাট হাতে টানা ব্যর্থ তিনি। যা নিয়ে নীতীশ বলছেন, একটা ইনিংসে রান পেলেই পুরনো রাসেলকে দেখা যাবে। আর চোট? নাইট অধিনায়ক চোটের কথা মানছেনই না। বললেন, “এটা চোট নয়। গরমে পায়ে টান ধরেছে। বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে।” তবু রাসেলকে নিয়ে উদ্বেগ থাকছে। যেমন বোলিং নিয়েও। ব্যাটাররা লাগাতার দুশো তুলে দিচ্ছেন, কিন্তু বোলিংয়ে ধারাবাহিকতার লেশমাত্র নেই! সানরাইজার্স ম্যাচে নারিন ৪ ওভারে ২৮ রান দিয়েছেন। কিন্তু বিস্তর পিটুনি খেয়েছেন বরুণ, সুয়াসরা। ওয়াংখেড়েতে পাটা উইকেট পাবেন এই বোলাররা। সেখানে রোহিতদের থামানো অবশ্যই একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে।

টপ অর্ডারে গুরবাজ ভাল শুরু করেও এখন রান পাচ্ছেন না। আগের ম্যাচে ভেঙ্কটেশও রান পাননি। নীতীশ আর রিঙ্কুর জোড়া হাফ সেঞ্চুরিতে লড়াইয়ে ছিল কেকেআর। তবে মুম্বইয়ের মাটিতে মুম্বইকে হারাতে গেলে একক নৈপুণ্যে হবে না। খেলতে হবে একটা দল হিসাবে। বিশেষ করে রোহিতরা যখন জয়ের স্বাদ পেয়ে গিয়েছেন। এবার ওদের থামানো কঠিন।

আরও পড়ুন:লখনৌকে ২ উইকেটে হারাল পাঞ্জাব


 

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version