Friday, November 14, 2025

আজ ওয়াংখেড়েতে নামছে কেকেআর, মুম্বইয়ের বিরুদ্ধে জয় লক্ষ‍্য নীতীশদের

Date:

আজ আইপিএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। হ্যারি ব্রুকের ধাক্কা সামলে ওঠার আগেই এবার নাইটদের মাথায় হিটম্যান। মুম্বইয়ের বিরুদ্ধে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া নীতীশ রানারা।

সূর্যকুমার যাদব রানে নেই। ঈশান কিষানও তাই। কিন্তু তিলক ভার্মা ভয়ঙ্কর মেজাজে খেলছেন।আগের ম্যাচে টিম ডেভিডও রান পেয়ে গিয়েছেন।ডেভিড স্পেশালিস্ট টি-২০ প্লেয়ার। সুতরাং আজ রোহিতদের ডেরায় কেকেআরের জন্য শক্ত চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ম্যাচ বরাবর নাইটদের জন্য ইজ্জত কি সওয়াল। শাহরুখ খান তাঁর ছেলেদের কাছে এই ম্যাচে জয় চেয়ে এসেছেন। এখন জমানা বদলেছে। মুম্বই ক্রিকেট সংস্থার সঙ্গে ঝামেলা মিটেছে। তবু আরব সাগরের তীরে এই ম্যাচ নিয়ে উত্তাপ রয়েছে। পরপর হারের পর মুম্বই সব জয়ে ফিরেছে। সেই তুলনায় ভাল জায়গায় কলকাতা নাইট রাইডার্স। তারা আরসিবি ও গুজরাত টাইটান্সকে হারিয়েছে। শুধু কাঁটা বলতে শুক্রবার সানরাইজার্সের কাছে হার। তবু মুম্বই যেখানে মোটে একটি ম্যাচ জিতেছে, সেখানে নাইটদের জয় দুটিতে।

কেকেআরের ইডেনে হারের সঙ্গেই জুটেছে আরেক বিড়ম্বনা। সেটা দ্রে রসকে নিয়ে। সানরাইজার্স ম্যাচে রাসেলকে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছে। তিনি ওভার শেষ করতে পারেননি। পরে ব্যাট করতে এসেছিলেন বটে, তবে ৬ বলে ৩ রান করে উইকেট ছুঁড়ে দিয়ে গিয়েছেন। শেষ তিন ম্যাচে রাসেলের রান ০, ১ ও ৩। চিন্তার বিষয় অবশ্যই। বোলার রাসেলকে শুক্রবার পাওয়া গেলেও ব্যাট হাতে টানা ব্যর্থ তিনি। যা নিয়ে নীতীশ বলছেন, একটা ইনিংসে রান পেলেই পুরনো রাসেলকে দেখা যাবে। আর চোট? নাইট অধিনায়ক চোটের কথা মানছেনই না। বললেন, “এটা চোট নয়। গরমে পায়ে টান ধরেছে। বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে।” তবু রাসেলকে নিয়ে উদ্বেগ থাকছে। যেমন বোলিং নিয়েও। ব্যাটাররা লাগাতার দুশো তুলে দিচ্ছেন, কিন্তু বোলিংয়ে ধারাবাহিকতার লেশমাত্র নেই! সানরাইজার্স ম্যাচে নারিন ৪ ওভারে ২৮ রান দিয়েছেন। কিন্তু বিস্তর পিটুনি খেয়েছেন বরুণ, সুয়াসরা। ওয়াংখেড়েতে পাটা উইকেট পাবেন এই বোলাররা। সেখানে রোহিতদের থামানো অবশ্যই একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে।

টপ অর্ডারে গুরবাজ ভাল শুরু করেও এখন রান পাচ্ছেন না। আগের ম্যাচে ভেঙ্কটেশও রান পাননি। নীতীশ আর রিঙ্কুর জোড়া হাফ সেঞ্চুরিতে লড়াইয়ে ছিল কেকেআর। তবে মুম্বইয়ের মাটিতে মুম্বইকে হারাতে গেলে একক নৈপুণ্যে হবে না। খেলতে হবে একটা দল হিসাবে। বিশেষ করে রোহিতরা যখন জয়ের স্বাদ পেয়ে গিয়েছেন। এবার ওদের থামানো কঠিন।

আরও পড়ুন:লখনৌকে ২ উইকেটে হারাল পাঞ্জাব


 

 

Related articles

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...
Exit mobile version