Friday, November 14, 2025

রেলে বিশেষ ভাবে সক্ষমদের জন্য সংরক্ষিত আসনের কোটায় পরিবর্তন

Date:

ভারতীয় রেল বিশেষ ভাবে সক্ষমদের জন্য সংরক্ষিত আসনের কোটায় একটি নতুন পরিবর্তন করেছে। রেলের তরফে জানানো হয়েছে, বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা যাতে যাত্রার সময় সিট নিয়ে কোনও ধরনের সমস্যার মুখোমুখি না হন এবং তাঁদের যাত্রা আরামদায়ক হয় সেজন্য এই পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তন শুধুমাত্র তাদের  জন্যই নয়, তাদের সঙ্গে থাকা পরিচারকদের জন্যও করা হয়েছে।

কী সেই পরিবর্তন? বিশেষ ভাবে সক্ষমদের জন্য মেল ও এক্সপ্রেস ট্রেনে বিভিন্ন শ্রেণিতে বিভিন্ন কোটা নির্ধারণ করা হয়েছে। রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এবার থেকে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য স্লিপার ক্লাসে ৪টি বার্থের কোটা থাকবে, যার মধ্যে দুটি নিচের আসন এবং দুটি মাঝখানের আসন থাকবে।

থার্ড এসিতে, ২টি ক্লাস বিশেষ ভাবে সক্ষমদের জন্য সংরক্ষিত থাকবে, যার মধ্যে একটি আসন লোয়ার বার্থ এবং একটি মাঝের বার্থ থাকবে৷

গরিব রথ এক্সপ্রেস ট্রেনে পুরো ভাড়ায় চারটি কোটা নির্ধারণ করা হয়েছে যাতে দুটি বার্থ লোয়ার এবং দুটি আপার বার্থ থাকবে। যেসব ট্রেনে সেকেন্ড ক্লাস সিটিং বা এসি চেয়ার কারের দুটির বেশি কোচ রয়েছে সেসব ট্রেনে বিশেষ ভাবে সক্ষমদের জন্যও কোটা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিশেষ ভাবে সক্ষমদের জন্য ২টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।
রেলের সব আঞ্চলিক সদর দফতরে এই নতুন নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।

 

Related articles

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...
Exit mobile version