Tuesday, December 16, 2025

বিগত কয়েক মাস ধরে রেলযাত্রীরা (Railway Passenger) শুধুই ভোগান্তির শিকার হয়েছেন। একদিন বা দুদিন ছাড়া ছাড়া রেললাইনে ইন্টারলকিং (Interlocking Work) এর কাজ থেকে শুরু করে নতুন লাইন স্থাপনের কথায় বারবার ব্যাহত হয়েছে রেল পরিষেবা। এই গরমে এবার বড় ভোগান্তি আশঙ্কা। আগামীকাল অর্থাৎ ১৭ এপ্রিল থেকে আগামী ১৯ মে পর্যন্ত একমাস ব্যাপী ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কারণে হাওড়া ডিভিশনের (Howrah Division) রেল যাত্রীদের সমস্যা বাড়তে চলেছে। পূর্ব রেলের (Eastern Railways) পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী এক মাস ব্যান্ডেল -শক্তিগড় শাখায় বেশ কিছু ট্রেন বাতিল (Train Cancelled) সহ, কিছু ট্রেনের যাত্রাপথও বদল করা হচ্ছে। লোকাল ট্রেনের (Local Train) পাশাপাশি ব্যাহত হবে দূরপাল্লার ট্রেন পরিষেবাও।

১৭ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে পাশাপাশি কিছু রুট বদল করে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, আগামী ১৭ এপ্রিল বর্ধমান থেকে ০৩০৫২ নম্বর ট্রেনটি বাতিল থাকবে। ২৯ এপ্রিল, ৪ মে, ৬ মে, ৮ মে, ১১ মে, ১৩ মে, ১৪ মে, ১৬ মে, এবং ১৮ মে বর্ধমান থেকে ০৩০৫২ এবং হাওড়া থেকে ৩৭৮৫৭ ট্রেন গুলি বাতিল করা হচ্ছে। ১৮ এপ্রিল, ৩০ এপ্রিল, ৫ মে, ৭ মে, ৯ মে, ১২ মে, ১৪ মে, ১৫ মে, ১৭ মে এবং ১৯ মে হাওড়া থেকে বাতিল থাকছে ০৩০৫১ নম্বর ট্রেনটি। ব্যান্ডেল থেকে ৩৭৭৮১ ট্রেন বাতিল থাকে ওই দিনে। একই সঙ্গে বর্ধমান থেকেও বাতিল থাকবে ৩৭৭৮২ এবং ৩৭৮১২ নম্বর ট্রেনগুলি।

রেলের পাওয়ার ব্লকের কাজের জন্য ব্যাহত হবে দূরপাল্লার ট্রেন পরিষেবাও। ২৯ এপ্রিল, ৪ মে, ৬ মে, ৮ মে, ১১ মে, ১৩ মে, ১৪ মে, ১৬ মে এবং ১৮ মে আপ ১৩০২৭ হাওড়া – আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস বাতিল থাকছে। ৩০ মে, ৫ মে, ৭ মে, ৯ মে, ১২ মে, ১৪ মে, ১৫ মে, ১৭ মে এবং ১৯ মে ডাউন ১৩০২৮ ডাউন আজিমগঞ্জ – হাওড়া কবিগুরু এক্সপ্রসও বাতিল থাকছে । এখানেই শেষ নয় বেশ কিছু ট্রেনের যাত্রাপথও বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া-মোকামা এক্সপ্রেস এবং মোকামা-হাওড়া এক্সপ্রেস মেইন লাইনের পরিবর্তে কর্ড লাইন দিয়ে চলাচল করবে। গৌড় এক্সপ্রেস ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ- নিউ ফারাক্কা রুটে চলাচল করবে বলেই রেল সূত্রে জানা যাচ্ছে।

 

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version