Tuesday, August 26, 2025

বড় ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের। ঘরোয়া ক্রিকেটে সব টুর্নামেন্টের পুরস্কার মূল্য বাড়িয়ে দিল বিসিসিআই। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হলে আগে মিলত ২ কোটি টাকা। প্রায় আড়াই গুণ বাড়িয়ে তা করা হল ৫ কোটি টাকা। মেয়েদের একদিনের প্রতিযোগিতার বিজয়ীরা পাবে ৫০ লক্ষ টাকা। আগে পাওয়া যেত মাত্র ৬ লক্ষ টাকা। অর্থাৎ প্রায় আট গুণ বাড়ল পুরস্কার মূল্য। মেয়েদের টি-২০ প্রতিযোগিতার বিজয়ীরা পাবে ৪০ লক্ষ।এক্ষেত্রেও ৫ লক্ষ থেকে আট গুণ বাড়ানো হয়েছে পুরস্কার মূল্য। দলীপ ট্রফির বিজয়ী দল পাবে ১ কোটি টাকা। আগে পাওয়া যেত ৪০ লক্ষ। রানার আপ দল পাবে ৫০ লক্ষ। আগে পাওয়া যেত ১৫ লক্ষ টাকা। দেওধর ট্রফি, ইরানি কাপ এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফির পুরস্কার মূল্যও বাড়ানো হয়েছে।

এই নিয়ে বিসিসিআই সচিব জয় শাহ টুইট করে জানান, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ভারতীয় ঘরোয়া ক্রিকেটের সব প্রতিযোগিতার আর্থিক মূল্য বাড়ানো হল। আমরা সবরকম ভাবে চেষ্টা করব ভারতের ঘরোয়া ক্রিকেটকে আরও উন্নত করতে। এটাই ভারতীয় ক্রিকেটের শিরদাঁড়া। রঞ্জিজয়ী দল পাবে ৫ কোটি টাকা। মেয়েদের একদিনের প্রতিযোগিতার বিজয়ীরা পাবে ৫০ লক্ষ টাকা।”

করোনার প্রবাহ কাটিয়ে গতবার থেকেই পুরো দমে শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেট। এই বছর ২৮ জুন থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতা। দলীপ ট্রফি দিয়ে শুরু হতে চলেছে ঘরোয়া ক্রিকেট। দেশের সর্বোচ্চ প্রতিযোগিতা রঞ্জি ট্রফি শুরু হবে আগামী বছরের জানুয়ারি থেকে।

আরও পড়ুন:আজ সুপার কাপের ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল, বড় ব‍্যবধানে জয় লক্ষ‍্য স্টিফেনের

 

Related articles

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...
Exit mobile version