Monday, November 10, 2025

বড় ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের। ঘরোয়া ক্রিকেটে সব টুর্নামেন্টের পুরস্কার মূল্য বাড়িয়ে দিল বিসিসিআই। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হলে আগে মিলত ২ কোটি টাকা। প্রায় আড়াই গুণ বাড়িয়ে তা করা হল ৫ কোটি টাকা। মেয়েদের একদিনের প্রতিযোগিতার বিজয়ীরা পাবে ৫০ লক্ষ টাকা। আগে পাওয়া যেত মাত্র ৬ লক্ষ টাকা। অর্থাৎ প্রায় আট গুণ বাড়ল পুরস্কার মূল্য। মেয়েদের টি-২০ প্রতিযোগিতার বিজয়ীরা পাবে ৪০ লক্ষ।এক্ষেত্রেও ৫ লক্ষ থেকে আট গুণ বাড়ানো হয়েছে পুরস্কার মূল্য। দলীপ ট্রফির বিজয়ী দল পাবে ১ কোটি টাকা। আগে পাওয়া যেত ৪০ লক্ষ। রানার আপ দল পাবে ৫০ লক্ষ। আগে পাওয়া যেত ১৫ লক্ষ টাকা। দেওধর ট্রফি, ইরানি কাপ এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফির পুরস্কার মূল্যও বাড়ানো হয়েছে।

এই নিয়ে বিসিসিআই সচিব জয় শাহ টুইট করে জানান, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ভারতীয় ঘরোয়া ক্রিকেটের সব প্রতিযোগিতার আর্থিক মূল্য বাড়ানো হল। আমরা সবরকম ভাবে চেষ্টা করব ভারতের ঘরোয়া ক্রিকেটকে আরও উন্নত করতে। এটাই ভারতীয় ক্রিকেটের শিরদাঁড়া। রঞ্জিজয়ী দল পাবে ৫ কোটি টাকা। মেয়েদের একদিনের প্রতিযোগিতার বিজয়ীরা পাবে ৫০ লক্ষ টাকা।”

করোনার প্রবাহ কাটিয়ে গতবার থেকেই পুরো দমে শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেট। এই বছর ২৮ জুন থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতা। দলীপ ট্রফি দিয়ে শুরু হতে চলেছে ঘরোয়া ক্রিকেট। দেশের সর্বোচ্চ প্রতিযোগিতা রঞ্জি ট্রফি শুরু হবে আগামী বছরের জানুয়ারি থেকে।

আরও পড়ুন:আজ সুপার কাপের ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল, বড় ব‍্যবধানে জয় লক্ষ‍্য স্টিফেনের

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version