মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচে বরাবরই উত্তেজনার পারদ থাকে ওপরে।শাহরুখ খানকে ওয়াংখেড়ে থেকে ব্যান করা হয়েছিল এই মুম্বই বনাম কলকাতার ম্যাচেই। এবার ফের দুই দলের ম্যাচে অবাঞ্ছিত ঘটনা ঘটল। যার জেরে জরিমানা করা হল দুই দলের ক্রিকেটারকেই। এছাড়াও জরিমানার কবলে পড়লেন কেকেআর-এর বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেওয়া সূর্যকুমার যাদব।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআর-এর ম্যাচে হৃত্বিক শকিনের বলে আউট হন নীতীশ রানা। পুরো ম্যাচেই ভালো খেলেছেন শকিন। তবে ভালো খেললেও তিনি উত্তেজনা ধরে রাখতে পারেননি। নীতীশকে ফেরানোর পর ক্রিজের মধ্যেই দু’জনে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। যা আইপিএল-এর নিয়ম বহির্ভূত।আইপিএলের আইনের ২২ নম্বর ধারা ভাঙার দায়ে নীতীশ ও হৃত্বিককে জরিমানা করা হল।

কেকেআর অধিনায়ক নীতীশ রানাকে ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তিনি আইপিএলের নিয়মের ২.২১ নম্বর ধারায় লেভেল ওয়ান দোষ করেছেন। ফলে তাঁকে ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে নীতীশ রানার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেছিলেন হৃত্বিক শকিন। তাঁকে আইপিএলের আইনের ২.৫ নম্বর ধারা ভঙ্গের দায়ে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। যেহেতু এটা প্রথমবার তাই জরিমানার পরিমাণ কম। দ্বিতীয়বার একই জিনিস হলে জরিমানার পরিমাণ বাড়বে এবং দুই দলের ফেয়ার প্লে-পয়েন্ট কাটা যাবে।

সূর্যকুমার যাদব এই প্রথমবার মুম্বইকে নেতৃত্ব দিলেন। তবে প্রথম ম্যাচটা জিতলেও ভালো গেল না তাঁর জন্য।আইপিএলের কোড অফ কন্ডাক্ট ভাঙার দায়ে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে তাঁর। স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে তাঁকে। এটা যেহেতু দলের প্রথম ভুল তাই ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। চলতি আইপিএলে একাধিক দলকে স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে।
