Monday, December 8, 2025

ম্যাচের মাঝে বাকবিতন্ডায় জড়িয়ে বিপুল জরিমানার সামনে নীতীশ-হৃত্বিক

Date:

Share post:

মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচে বরাবরই উত্তেজনার পারদ থাকে ওপরে।শাহরুখ খানকে ওয়াংখেড়ে থেকে ব্যান করা হয়েছিল এই মুম্বই বনাম কলকাতার ম্যাচেই। এবার ফের দুই দলের ম্যাচে অবাঞ্ছিত ঘটনা ঘটল। যার জেরে জরিমানা করা হল দুই দলের ক্রিকেটারকেই। এছাড়াও জরিমানার কবলে পড়লেন কেকেআর-এর বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেওয়া সূর্যকুমার যাদব।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআর-এর ম্যাচে হৃত্বিক শকিনের বলে আউট হন নীতীশ রানা। পুরো ম্যাচেই ভালো খেলেছেন শকিন। তবে ভালো খেললেও তিনি উত্তেজনা ধরে রাখতে পারেননি। নীতীশকে ফেরানোর পর ক্রিজের মধ্যেই দু’জনে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। যা আইপিএল-এর নিয়ম বহির্ভূত।আইপিএলের আইনের ২২ নম্বর ধারা ভাঙার দায়ে নীতীশ ও হৃত্বিককে জরিমানা করা হল।

কেকেআর অধিনায়ক নীতীশ রানাকে ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তিনি আইপিএলের নিয়মের ২.২১ নম্বর ধারায় লেভেল ওয়ান দোষ করেছেন। ফলে তাঁকে ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে নীতীশ রানার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেছিলেন হৃত্বিক শকিন। তাঁকে আইপিএলের আইনের ২.৫ নম্বর ধারা ভঙ্গের দায়ে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। যেহেতু এটা প্রথমবার তাই জরিমানার পরিমাণ কম। দ্বিতীয়বার একই জিনিস হলে জরিমানার পরিমাণ বাড়বে এবং দুই দলের ফেয়ার প্লে-পয়েন্ট কাটা যাবে।

সূর্যকুমার যাদব এই প্রথমবার মুম্বইকে নেতৃত্ব দিলেন। তবে প্রথম ম্যাচটা জিতলেও ভালো গেল না তাঁর জন্য।আইপিএলের কোড অফ কন্ডাক্ট ভাঙার দায়ে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে তাঁর। স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে তাঁকে। এটা যেহেতু দলের প্রথম ভুল তাই ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। চলতি আইপিএলে একাধিক দলকে স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে।

 

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...