Friday, August 29, 2025

কলম নিয়ে কমবেশি প্যাশন অনেকেরই থাকে। অনেকেই দামি ব্র্যান্ডেড কলমে লিখতে পছন্দ করেন । কিন্তু কলম যদি পাঁচশো, হাজারের থেকেও বেশি দামের হয়, তখন তা মহার্ঘ বললেও কম বলা হয়।

আরও পড়ুন:মহানগরীর বুক থেকে হারিয়ে গেল শিব্রামের ‘ঠিকানা’

সম্প্রতি আইসিসিআর-এ স্ট্যাডলারের স্টলে কাচের বাক্সে মহা মূল্যবান একটি হীরেখচিত কলম দেখা যাচ্ছে। সে বাক্সে হাত দিলেই সাইরেন বাজছে।মহামূল্যবান এই পেনটি জার্মানীর স্ট্যাডলার কোম্পানির তৈরি। যার দাম শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। আপাতত কলকাতার সবচেয়ে দামি এই কলমটি। কয়েকদিন আগে প্রদর্শনীতে এই কলমটি রাখা হয়েছিল।পকেট যদি পারমিট করে তবে আপাতত কলমটি কিনতে যেতে হবে ব্রেবোর্ন রোডের টোবাকো হাউসে। সেখানেই স্ট্যাডলারের কলকাতার অফিস। টোব্যাকো হাউসে এই কলমটি রয়েছে। কিনতে খরচ পড়বে ৭ লক্ষ ৭৭ হাজার টাকা।কিন্তু কেন এত দাম এই কলমের?

স্ট্যাডলারের এই পেনের নাম বেভেরিয়া। জার্মানির সর্ববৃহৎ রাজ্যের নামেই পেনের নাম। কলমের নিবটি ১৮ ক্যারাটের নিখাদ সোনার! নিব ক্ষতিগ্রস্ত হলে দু’বছরের মধ্যে তা মেরামতির ব্যবস্থা থাকবে। ঢাকনাসুদ্ধ এমন কলমের ওজন ২১ গ্রাম। আসমানি রঙের গায়ে সোনার জল করা। রোদের আলো কলমের ঢাকনায় পড়লে ঝলসে যাবে চোখ। আর ঢাকনায় বসানো ‘মহারাজা কাট’ হিরে। দু’বছরের মধ্যে হিরে খুলে গেলে নিখরচায় তা লাগিয়ে দেওয়া হবে।স্ট্যাডলার কোম্পানি মাত্র ৪৮ টি এমন পেন তৈরি করেছিল। ভারতের জন্য বরাদ্দ মাত্র দুটিই। তারই একটি রয়েছে আপাতত এই শহরে।

১৮৩৫ সালে জার্মানির এই সংস্থার পথ চলা শুরু। প্রথমে তারা পেনসিল তৈরি করত। এখন পৃথিবীর পেন প্রস্তুতকারক সংস্থার মধ্যে অন্যতম এই সংস্থা। বিশ্বখ্যাত জার্মান ফুটবলার থমাস মুলার লেখালেখি করেন এ পেন দিয়েই। আর প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ঝরণা কলমের দাম ৫৬ হাজার। তেমনই কোনও সমঝদার হয়তো খুঁজে নেবে পেন, জানিয়েছেন সংস্থার কলকাতার কর্মচারী প্রশান্ত সরকার।

 

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version