Wednesday, November 5, 2025

নিব নিখাদ সোনার! ঢাকনা হিরের! কলমের দাম শুনলে চোখ কপালে উঠবেই

Date:

কলম নিয়ে কমবেশি প্যাশন অনেকেরই থাকে। অনেকেই দামি ব্র্যান্ডেড কলমে লিখতে পছন্দ করেন । কিন্তু কলম যদি পাঁচশো, হাজারের থেকেও বেশি দামের হয়, তখন তা মহার্ঘ বললেও কম বলা হয়।

আরও পড়ুন:মহানগরীর বুক থেকে হারিয়ে গেল শিব্রামের ‘ঠিকানা’

সম্প্রতি আইসিসিআর-এ স্ট্যাডলারের স্টলে কাচের বাক্সে মহা মূল্যবান একটি হীরেখচিত কলম দেখা যাচ্ছে। সে বাক্সে হাত দিলেই সাইরেন বাজছে।মহামূল্যবান এই পেনটি জার্মানীর স্ট্যাডলার কোম্পানির তৈরি। যার দাম শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। আপাতত কলকাতার সবচেয়ে দামি এই কলমটি। কয়েকদিন আগে প্রদর্শনীতে এই কলমটি রাখা হয়েছিল।পকেট যদি পারমিট করে তবে আপাতত কলমটি কিনতে যেতে হবে ব্রেবোর্ন রোডের টোবাকো হাউসে। সেখানেই স্ট্যাডলারের কলকাতার অফিস। টোব্যাকো হাউসে এই কলমটি রয়েছে। কিনতে খরচ পড়বে ৭ লক্ষ ৭৭ হাজার টাকা।কিন্তু কেন এত দাম এই কলমের?

স্ট্যাডলারের এই পেনের নাম বেভেরিয়া। জার্মানির সর্ববৃহৎ রাজ্যের নামেই পেনের নাম। কলমের নিবটি ১৮ ক্যারাটের নিখাদ সোনার! নিব ক্ষতিগ্রস্ত হলে দু’বছরের মধ্যে তা মেরামতির ব্যবস্থা থাকবে। ঢাকনাসুদ্ধ এমন কলমের ওজন ২১ গ্রাম। আসমানি রঙের গায়ে সোনার জল করা। রোদের আলো কলমের ঢাকনায় পড়লে ঝলসে যাবে চোখ। আর ঢাকনায় বসানো ‘মহারাজা কাট’ হিরে। দু’বছরের মধ্যে হিরে খুলে গেলে নিখরচায় তা লাগিয়ে দেওয়া হবে।স্ট্যাডলার কোম্পানি মাত্র ৪৮ টি এমন পেন তৈরি করেছিল। ভারতের জন্য বরাদ্দ মাত্র দুটিই। তারই একটি রয়েছে আপাতত এই শহরে।

১৮৩৫ সালে জার্মানির এই সংস্থার পথ চলা শুরু। প্রথমে তারা পেনসিল তৈরি করত। এখন পৃথিবীর পেন প্রস্তুতকারক সংস্থার মধ্যে অন্যতম এই সংস্থা। বিশ্বখ্যাত জার্মান ফুটবলার থমাস মুলার লেখালেখি করেন এ পেন দিয়েই। আর প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ঝরণা কলমের দাম ৫৬ হাজার। তেমনই কোনও সমঝদার হয়তো খুঁজে নেবে পেন, জানিয়েছেন সংস্থার কলকাতার কর্মচারী প্রশান্ত সরকার।

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version