Monday, November 3, 2025

নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড়ঞার বিধায়কের গ্রেফতারের ঘটনায় শাসকদলকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তার অভিযোগ,তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা মিডলম্যান হিসেবে কাজ করেছেন তদন্তে এটা প্রমাণিত। তৃণমূলের মন্ত্রী, বিধায়ক-সাংসদদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, ট্যুইটে লিখেছেন শুভেন্দু।বিরোধী দলনেতার তালিকায় নাম বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়েরও।নাম রয়েছে মুর্শিদাবাদের সাংসদ ও জেলা তৃণমূলের চেয়ারম্যান আবু তাহের খান কারামন্ত্রী অখিল গিরির।
সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুর অভিযোগ, “বহুবার সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেছি, এক-দুই নয় প্রায় শতাধিক বিধায়কদের সুপারিশে কোথাও নিজেদের আত্মীয়স্বজন চাকরি পেয়েছেন আবার কোথাও মোটা টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। আবার মহামান্য আদালতের নির্দেশের ফলে একাধিক নেতার ভাই, ছেলে, মেয়ে, ভাগ্নি কিংবা স্বামীর চাকরি গেছে। তা জনসমক্ষে আগেই এসেছে।
শুভেন্দু যাই দাবি করুন না কেন, তার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।কী বলছেন তারা ? আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিকের ‘যে তালিকা দেখানো হয়েছে, তাতে আমার সই নেই’, প্রতিক্রিয়া বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের। তিনি আরও বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে চাকরি দেওয়ার সুযোগ থাকলে, আগামী দিনে আবার সুপারিশ করব। যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।’ বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিকের দাবি, ‘কাজ নেই, ইস্যু নেই, মিথ্যা অভিযোগ, ওটা ভুয়ো তালিকা।’
পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন,’কী করে গ্রেফতার না হয়ে বাইরে ঘুরতে পারেন শুভেন্দু? নারদকাণ্ডে এফআইআর হয়েছে শুভেন্দুর নামে। এখন সিবিআই একদিকে অতিসক্রিয়, কিন্তু শুভেন্দুকে ছাড় দেওয়া হচ্ছে’, নারদ, সারদাকাণ্ডে ওকে গ্রেফতার করা উচিত।আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের প্রতিক্রিয়া, ‘শুভেন্দুর ভাই দিব্যেন্দুর বিজেপিতে যোগদানের প্রস্তাবে কটাক্ষ করাতেই ভুল বকছেন তিনি।

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version