Sunday, November 9, 2025

সোমবার থেকে রাজ্যে আরও বাড়বে গরম, চলবে তাপপ্রবাহ পরিস্থিতি

Date:

ভয়াবহ তাপপ্রবাহে ফুটছে বাংলা। ইতিমধ্যেই আগামীকাল থেকে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে আবার দুশ্চিন্তা বাড়িয়ে রবিবার হাওয়া অফিস জানিয়ে দিল, সোমবার থেকে আরও কয়েকদিন রাজ্যজুড়ে তাপপ্রবাহ পরিস্থিতি চলবে। বাড়বে গরমও। যার জেরে হিট স্ট্রোকের সম্ভাবনা তৈরি হতে পারে মনে মনে করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ। এদিকে এখনই বঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা আরও বাড়বে ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪৫ শতাংশ। শুক্রবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। সোমবার থেকে থেকে ফের লু-এর সম্ভাবনা রয়েছে। রাজ্যের ১৪ জেলায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা পরিসংখ্যানে।

রাজ্যের চার জেলায় ৪১ ডিগ্রি ছুঁয়েছে পারদ। রাজ্যের ১৪ জেলাতে ৪০ ডিগ্রি বা তার উপরে তাপমাত্রা। গতকাল অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। সেই আর্দ্রতা ছাড়িয়ে রবিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া। আজ সর্বোচ্চ তাপমাত্রার পারদ আরও চড়বে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। আলিপুরে রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সল্টলেক ৪০ ডিগ্রি সেলসিয়াস। বারাকপুর ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। বসিরহাট ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। দমদম ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওড়ার উলুবেড়িয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছিল। স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। এই জেলারই ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। উত্তরবঙ্গের তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিংয়ের তাপমাত্রা ২৫ ডিগ্রি ছুঁই ছুঁই। উত্তরবঙ্গের বাগডোগরাতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। জলপাইগুড়িতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা। কালিম্পং জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। দিনাজপুরের বালুরঘাটে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা। আলিপুরদুয়ারে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন- ফের একবার বেতন বাড়ছে টিসিএস কর্মীদের, কতটা জানলে চমকে যাবেন

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version