ফের একবার বেতন বাড়ছে টিসিএস কর্মীদের, কতটা জানলে চমকে যাবেন

TCS এর আয় এবং মার্জিন অনুমানের তুলনায় কম।

দেশের আইটি সেক্টরে বর্তমানে অন্যতম জনপ্রিয় কোম্পানির নাম টিসিএস। সম্প্রতি এই সংস্থা আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে নিজেদের ফলাফল প্রকাশ করেছে।TCS এর আয় এবং মার্জিন অনুমানের তুলনায় কম।

টিসিএসের ক্ষেত্রে নিট আয় বেড়ে ১১,৩৯২ কোটি হয়েছে। ২০২১-২২ আর্থিক বছরের ক্ষেত্রে এই শেষ ত্রৈমাসিকের আয় ছিল ৯,৯৫৯ কোটি টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় বছরের শেষ ত্রৈমাসিকে ১৪.৮ শতাংশ আয় বেড়েছে টিসিএসের।
সম্প্রতি একটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, TCS -এর এইচআর প্রধান মিলিন্দ লাক্কাড় জানিয়েছেন, ভালো পারফর্ম করা কর্মীদের এই আর্থিক বছরে বেতন বৃদ্ধি হতে চলেছে ১২ শতাংশ থেকে ১৫ শতাংশ। বাকি কর্মীরা বেতন পাবেন ১.৫ শতাংশ থেকে ৮ শতাংশের মধ্যে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কর্মচারীরা এক্ষেত্রে এই কোয়ার্টারের জন্য ১০০ শতাংশ ভ্যারাইবেল পে-আউটের আশা করতে পারেন।
উল্লেখ্য, টিসিএস দেশের সর্ববৃহত্তম আইটি সংস্থা। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও এই কোম্পানির অস্তিত্ব রয়েছে। প্রায় ১৫০টি দেশে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে টিসিএস। সংস্থার মোট কর্মী সংখ্যা রয়েছে ৬ লক্ষ১৪ হাজার ৭৯৫। এর মধ্যে ৩৫ শতাংশ আবার মহিলা। যা পরিসংখ্যানের দিক থেকে রেকর্ড।