Thursday, August 21, 2025

প্রবল গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত। তাপমাত্রার পারদ (Temperature) ক্রমশই ঊর্ধ্বমুখী। আজ মঙ্গলবার কলকাতার (Kolkata) পারদ ৪০ ডিগ্রি, রাজ্যের ২১ জেলায় চল্লিশের ঘর পেরিয়েছে তাপমাত্রা। চারটি জেলায় প্রায় ৪৩ ডিগ্রি ছুঁই ছুঁই। এই অবস্থায় পশু পাখিদের (Animal) শরীরের দিকে নজর দিতে বিশেষ পদক্ষেপ করেছে বন দফতর। এর আগে আলিপুর চিড়িয়াখানাতে (Alipore Zoo)পশুদের বরফ থেকে শুরু করে পর্যাপ্ত আরামের ব্যবস্থা করার দিকে বিশেষ নজর দিয়েছে কর্তৃপক্ষ। এবার কাঁকসার গৌরাঙ্গপুর (Kanksa, Gourangapur) মৌজায় বন দফতর হরিণ ও ময়ূরের জন্য সংরক্ষিত এলাকাতে বন্যপ্রাণীদের জন্য ওআরএস (ORS), কাঁচা আনাজ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বর্ধমান ডিভিশনের দুর্গাপুর রেঞ্জের শিবপুর বিটের অন্তর্গত এই এলাকায় বর্তমানে ৯৬টি হরিণ রয়েছে। তাই জেলার বন দফতর বলছে কাঁকসার দেউলে হরিণ, ময়ূর-সহ একাধিক প্রাণীর স্বাস্থ্যের কথা ভেবে ORS দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গত কয়েক দিন ধরে কাঁকসায় তাপমাত্রা ৪০ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে। প্রতিদিন গাজর-সহ নানা ধরনের প্রায় ২০ কিলোগ্রাম করে টাটকা আনাজ দেওয়া হচ্ছে পশুদের। এর মধ্যে আটটি হরিণ শাবকও রয়েছে, হাতিও আছে বলে জানা যাচ্ছে। বন দফতরের দুর্গাপুরের রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশু চিকিত্‍সকদের পরামর্শে প্রতিদিন ২০ প্যাকেট ওআরএস পানীয় জলে মেশানো হচ্ছে। সংরক্ষিত এলাকায় বন্যপ্রাণীদের জল খাওয়ার জন্য যে জায়গা রয়েছে, সেখানে ORS মিশিয়ে দেওয়া হয়। এ সব ছাড়াও, আখের গুড়, ভেজানো ছোলা, বিটনুন ইত্যাদি দেওয়া হয়েছে। গ্লুকোজের পরিমাণও বাড়ানো হচ্ছে বলেই বন দফতর সূত্রে খবর।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version