Thursday, November 13, 2025

সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম বিরাট কোহলি তিক্ততা বেড়েই চলেছে। গত শনিবার আরসিবি বনাম দিল্লি ক‍্যাপিটালস ম‍্যাচের শেষে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাত মেলাননি বিরাট কোহলি। এমনকি ম‍্যাচের মধ‍্যেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে কটমট করে তাকিয়ে ছিলেন কোহলি। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর এর পরই গতকাল, সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে আনফলো করলেন বিরাট কোহলি। আর এবার তারই পাল্টা দিলেন মহারাজ। নিজের সোশ্যাল মিডিয়ায় থেকে বিরাট কোহলিকে আনফলো করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার সকালেও দেখা গিয়েছিল সৌরভ যাদের ফলো করেন সেই তালিকায় রয়েছেন বিরাট। কিন্তু বেলা গড়তেই বদল। সোশ্যাল মিডিয়ায় সৌরভের তালিকায় নেয় বিরাট।

এদিকে ফের একবার নিজের সেই খারাপ সময় নিয়ে মুখ খুললেন বিরাট। গতবছর ক্রিকেট থেকে প্রায় একমাসেরও বেশি সয়ম বিরতি নিয়েছিলেন বিরাট। সেই সময় তাঁর মনের মধ্যে কী চলছিল সেই নিয়ে আইপিএল-এ ডিজিটাল সম্প্রচারকারীতে সাক্ষাৎকার দিলেন তিনি। এই নিয়ে বিরাট বলেন,” মিথ্যা বলব না। খুব পরিশ্রম হচ্ছিল। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে আমিও ক্রিকেটের ইঁদুরদৌড় দৌড়তে শুরু করেছিলাম। সেটা মানসিকভাবে আমাকে দুর্বল করে দিচ্ছিল। হাঁপিয়ে উঠছিলাম। সেটা আরও কিছু দিন চললে আমি হয়তো পাগল হয়ে যেতাম। কিন্তু অনুষ্কা আমাকে বাঁচিয়ে দিয়েছে। এই সময়টা অনুষ্কা সব সময় আমার পাশে ছিল। ও সবটা দেখেছে। বুঝেছে। ও নিজেও একজন তারকা। তাই পেশা ও ব্যক্তিগত জীবন কীভাবে আলাদা রাখতে হয় সেটা ও জানে। অনুষ্কা সেটাই আমাকে শিখিয়েছে। ওই সময়ে আমরা অনেক বেশি গল্প করতাম। সেটা আমাকে অনেক সাহায্য করেছে।”

আরও পড়ুন:অন্নপূর্ণা শৃঙ্গ জয় করতে গিয়ে নি*খোঁজ পর্বতারোহী, পড়লেন ১৯ হাজার ফুট নীচের খাদে

 

Related articles

ষড়যন্ত্রের আঁতুরঘর আল-ফালাহ ইউনিভার্সিটি? রুম নম্বর ১৩!

দেশের নজর এখন আল-ফালাহ ইউনিভার্সিটি। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পরে চর্চার শিরোনামে এই বিশ্ববিদ্যালয় (University)। তদন্তকারীদের নজরেও রয়েছে...

নভেম্বরেই চার বিশেষ দিন! গোয়েন্দা গাফিলতিতে দেশের চার শহর বিপদে

মাত্র সাত মাস। তার মধ্যে দেশের দ্বিতীয় জঙ্গি হামলা। বুক ফুলিয়ে অপারেশন সিঁদুরের প্রচার চালানো বিজেপি নেতাদের নাকের...

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...
Exit mobile version