Sunday, May 11, 2025

খুন ও গণহত্যা এক নয়: ধর্ষকমুক্তিতে ফের সুপ্রিম তোপের মুখে গুজরাট

Date:

বিলকিস বানো(Bilkis Bano) গণধর্ষণ ও গণহত্যায় যুক্ত অপরাধীদের মুক্তি দেওয়ার ঘটনায় ফের শীর্ষ আদালতের(Supreme Court) তোপের মুখে পড়ল কেন্দ্র ও গুজরাট সরকার। আদালতের স্পষ্ট বক্তব্য, আইন আছে বলেই খুনি, ধর্ষকদের ছেড়ে দেওয়া যায় না। কোন আইন কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, সেটা আরও ভাল করে বিবেচনা করা উচিত।

মঙ্গলবার ধর্ষক মুক্তি মামলার শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি কেএম জোসেফ এবং বিচারপতি বিভি নাগরত্নের বেঞ্চের পর্যবেক্ষণ, বিলকিসের ধর্ষকদের মুক্তি দেওয়ার আগে তাদের অপরাধের গুরুত্ব দেখে নেওয়া উচিত ছিল গুজরাট হাই কোর্টের। ডিভিশন বেঞ্চের তরফে জানান হয়, “একজন অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করা হল, এতগুলো মানুষ মারা গেল। এই ধরনের মামলাকে ৩০২ ধারার আর পাঁচটা মামলার সঙ্গে তুলনা করা যায় না। আপেলের সঙ্গে যেমন কমলালেবুর তুলনা করা যায় না, তেমনি খুনের সঙ্গে গণহত্যার তুলনা করা যায় না।” আদালতের তরফে আরও জানানো হয়েছে, “কীসের ভিত্তিতে রাজ্য সরকার এইধরনের সিদ্ধান্ত নিল? আজ এটা বিলকিস বানোর সঙ্গে হয়েছে। কাল আমার বা আপনার সঙ্গে হতে পারে। আপনারা যদি ঠিকঠাক কারণ না জানান, তাহলে আমাদের নিজেদের মতো করে ভেবে নিতে হবে।”

এই মামলায় ইতিমধ্যেই অপরাধীদের মুক্তি সংক্রান্ত সবরকমের কাগজপত্র দেখতে চেয়েছে সুপ্রিমকোর্ট। আগামী ২ মে এই মামলার পরবর্তী শুনানি সেইদিন এই সংক্রান্ত সব নথি দেখতে চেয়েছে শীর্ষ আদালত। যদিও সূত্রের খবর, এই নির্দেশের পাল্টা চ্যালেঞ্জ জানাতে চলেছে গুজরাট সরকার এবং কেন্দ্র।

Related articles

ভারতের আগেই সংঘর্ষ বিরতি ঘোষণা আমেরিকার! সংসদের আলোচনা দাবি কংগ্রেসের

পহেলগাম হামলা পরবর্তী পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে কী পদক্ষেপ, দেশের নাগরিকদের প্রতিনিধিদের দায়িত্ব পালনে কী পদক্ষেপ নিচ্ছেন, তা...

বিরাটকে বোঝাতে প্রাক্তন ক্রিকেটারের ওপর দায়িত্ব বিসিসিআইয়ের!

রোহিত শর্মার(Rohit Sharma) পর এবার কী বিরাট কোহলি(Virat Kohli) অবসরের পথে। গত শনিবার থেকে হঠাত্ই শুরু হয়েছে এই...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১১ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

সংঘর্ষ বিরতি লঙ্ঘন: মেঘের আড়ালে চিন! দাদাগিরি জারি আমেরিকার

শনিবার বিকালে আচমকাই সংঘর্ষ বিরতি। তাও সেটা ঘোষণা করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনঘণ্টার মধ্যে সেই চুক্তি ভেঙেও...
Exit mobile version