Wednesday, December 3, 2025

শাহের সভার পরই দল ছাড়লেন বীরভূমের বিজেপি উপ-প্রধান

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপির সেকেন্ড-ইন কম্যান্ড অমিত শাহর বীরভূম সভার মাত্র চারদিনের মধ্যে দল ছাড়লেন বিজেপির এক গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান। আদি বিজেপি নেতা, অথচ দল তাঁকে কোনওদিন গুরুত্ব দেয়নি। “নামমাত্র পার্টিতে থাকা। তার থেকে না থাকা অনেক ভালো। তাই বিজেপি থেকে বিদায় নিলাম।”

দলের প্রতি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে পোস্ট করে দল ছাড়লেন বিজেপির গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। দলত্যাগী ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের নাম সমীর লোহার। তিনি বীরভুমের ময়ুরেশ্বর বিধানসভার মল্লারপুর ১নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।

নিজের ফেসবুক ওয়ালে দলের নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে পোস্ট করেন সমীর লোহার। অনুব্রতহীন যে বীরভূমকে পাখির চোখ করে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে রাজ্যে আসরে নেমেছে বিজেপির হাইকম্যান্ড, সেই জেলায় বিজেপির গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দল ছাড়ার বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সমীর লোহার ২০১১ সাল থেকে বিজেপির সঙ্গে সক্রিয়ভাবে
যুক্ত। কিন্তু দীর্ঘ সময় বিজেপিতে থাকলেও দলে তাঁকে গুরুত্ব দেওয়া হতো না। দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে বিষয়টি বারবার জানালেও তারা কোনও সুরাহা করেননি বলেও দাবি তাঁর। আর সেই কারণেই দলের নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে দল ছাড়লেন তিনি। শুধু সমীর লোহার নয়, পঞ্চায়েতের আগে গোটা বীরভূম জুড়ে বিজেপি ছাড়ার হিড়িক।

spot_img

Related articles

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...