Friday, December 19, 2025

ভাঙড়ে নথি পোড়ানো নিয়ে মিথ্যাচার, মালব্যের বিরুদ্ধে সিবিআইয়ে অভিযোগ দায়ের

Date:

Share post:

ভাঙড়ে নথি পোড়ানো নিয়ে বাংলার নামে মিথ্যাচার করে টুইট করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য(Amit Malviya)। সেই ঘটনায় এবার ওই বিজেপি(BJP) নেতার নামে দায়ের হল অভিযোগ। সিবিআইয়ের(CBI) দিল্লির অফিসে মালব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন অনিন্দ্য চৌধুরী নামে এক তৃণমূল কর্মী(TMC)। তাঁর অভিযোগ ভাঙড়ে(Bhangar) নথি পোড়ানো নিয়ে অভিযোগ করতে গিয়ে খোদ সিবিআইয়ের নামেই বিভ্রান্তিকর রটনা রটাচ্ছেন অমিত। অবিলম্বে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

উল্লেখ্য, দক্ষিন ২৪ পরগনার ভাঙড়ে নথি পোড়ানোর ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও সিবিআইয়ের তরফে এলাকা পরিদর্শনের পর জানানো হয়েছে, যে নথি পোড়ানো হয়েছে বিহারের খনি সংক্রান্ত। তবে এই ইস্যুতে নোংরা রাজনীতি করতে ময়দানে নেমে পড়ে বিজেপি। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে আঙুল তুলে রীতিমতো মিথ্যাচার করে টুইট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। যেখানে তিনি লেখেন, “বাংলায় কিছু একটা ভয়ংকর চক্রান্ত চলছে। কলকাতা থেকে ৩০ কিমি দূরে নথি ভাঙড়ে নথি পোড়ানো হচ্ছে। মামলার সঙ্গে যুক্ত অপরাধ মূলক নথি নগদ ভাইচার খুঁজে পেয়েছে সিবিআই। এই ঘটনায় কেউ ভয় পাচ্ছে।” মালব্যের এই টুইট তুলে ধরেই সিবিআইয়ের কাছে অনিন্দের অভিযোগ, “বাংলায় কিছু একটা ভয়ংকর চক্রান্ত চলছে” বলে দাবি করেছেন মালব্য। এর অর্থ কি বাংলা কি কোনও জঙ্গি হামলার মুখে পড়তে চলেছে? কোনও খারাপ ঘটনার বিষয়ে আগাম সতর্ক করছেন জনতাকে? কাদের দিকে ইঙ্গিত করছেন তিনি? কোথা থেকে এই বিষয়ে তথ্য পেলেন?

 

পাশাপাশি মালব্যের বক্তব্য “মামলার সঙ্গে যুক্ত অপরাধ মূলক নথি নগদ ভাইচার খুঁজে পেয়েছে সিবিআই।” তুলে ধরে তিনি চিঠিতে লেখেন যে সমস্ত নথি পোড়ানো হয়েছে বা অর্ধেক পুড়েছে তা বিহার সরকারের খনি সংক্রান্ত নথি। অথচ মালব্য বলছেন সিবিআইয়ের তদন্ত সংক্রান্ত। এর অর্থ পরিকল্পিতভাবে সিবিআইয়ের নামে মিথ্যা খবর ছড়াচ্ছেন উনি। এটা শুধু আপত্তিকর নয়, শাস্তিযোগ্য অপরাধ। আমরা চাই সিবিআই মিথ্যাবাদী মালব্যের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিক সিবিআইয়ের নামে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য। অন্যথায় সকলের মনে হবে সিবিআই এই ধরনের মানুষকে প্রশ্রয় দিচ্ছে যারা দেশ ও সমাজকে অশান্ত করছে।

spot_img

Related articles

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...