Wednesday, August 27, 2025

অতি নাটকীয় ভাবে দিল্লি গিয়েছেন মুকুল রায় (Mukul Ray)। শুধু যাওয়াই নয়। বিভিন্ন সময় নানা মন্তব্য করে ভেসে থাকতে চাইছেন তিনি। বুধবার বিকেলে, দিল্লির ‘এরস’ হোটেলে সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, তিনি কোনওদিনই তৃণমূলে যোগদান করেননি। মাঝে কয়েকদিন মানসিক স্থিতি ঠিক না থাকার জন্য তিনি তৃণমূলে (TMC) গিয়েছিলেন। তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতেই থাকবেন। শুধু তাই নয়, আসন্ন পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে বিজেপি কোনও দায়িত্ব দিলে তা পালন করবেন বলেও জানান মুকুল। কিন্তু তাঁকে নিয়ে কী ভাবছে বিজেপি নেতৃত্ব? BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosk) বা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mujumder) কিন্তু মুকুলকে নিয়ে বিন্দুমাত্র উৎসাহী নন।

সোমবার রাতে হঠাৎ করে মুকুল রায়ের দিল্লি যাওয়ার খবর রটে যায়। প্রথমে পরিবারের তরফে নিখোঁজ হয়ে গিয়েছেন বলে অভিযোগ জমা পড়ে। তার পর দেখা যায়, সটান বিমান ধরে দিল্লি উড়ে গিয়েছেন মুকুল। সাংবাদিকদের সামনে মুকুল রায় বলেন , “দিল্লিতে আমার কিছু ছিল। সেই কাজ মেটাতেই আমি দিল্লিতে এসেছি। দিল্লি অনেক নিরাপদ জায়গা। আমি এখন কটা দিন দিল্লিতেই থাকব। রাজনীতির কাজের জন্যই দিল্লিতে এসেছি। সেটিং-এর জন্য আসিনি।” মুকুলের কথায়, “যদি বিজেপি আমায় জায়গা দেয়, তাহলে দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব।” বিজেপি নেতৃত্বের তরফেও তাঁকে চিঠি দিয়ে দলের নেতা হিসেবে স্বীকার করা হয়েছে বলে দাবি করেন মুকুল।

তবে, তিনি বিজেপিতে ফিরতে চাইলেও বিজেপি নেতৃত্ব এখনও পর্যন্ত মুকুল রায়ের বিষয়ে নিষ্পৃহ। এই বিষয়ে তীব্র কটাক্ষ করেন দিলীপ ঘোষ। বলেন, “তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি নাকি হারিয়ে গিয়েছেন। তিনি কি বাচ্চা ছেলে? মুখে চুসি কাঠি নিয়ে ঘুরে বেড়ান?” এরপরেই দিলীপের অভিযোগ, “আমার মনে হয়, বাড়ির লোকের অত্যাচারে উনি বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। উনি বাড়িতে খুব কষ্টে ছিলেন। ছেলে অত্যাচার করত।“ বিজেপি নেতার দাবি, তাঁদের দলের সঙ্গে মুকুল রায়ের কোনও সম্পর্ক নেই। বিজেপির ঘাড়ে দায় চাপানো হচ্ছে বলেও মত দিলীপের।

এদিকে সুকান্ত মজুমদারের কথায়, “উনি অফিসিয়ালি বিজেপির বিধায়ক। বিজেপির টিকিটে উনি জিতেছেন। তবে, মুকুল রায়কে দেখে কেউ ভোট দেননি মানুষ ভোট দিয়েছেন বিজেপির চিহ্ন দেখে। যদিও আমরা তাঁর সদস্যপদ খারিজের জন্য আদালতে শরণাপন্ন হয়েছি। কারণ, উনি তৃণমূলের পতাকা গ্রহণ করেছেন। এই মুহূর্তে তার থেকে বেশি বলা সম্ভব নয়।”

অর্থাৎ যে দলে মুকুল রায় রয়েছেন বা ফিরতে চাইছেন – সেই বিজেপি নেতারাই কার্যত তাঁকে ঝেড়ে ফেলতে চাইছেন। এমনটাই মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- আয়নায় মুখ দেখুন! বিজেপির মিথ্যাচারের জবাবে তোপ তৃণাঙ্কুরের

 

 

Related articles

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...

স্কুলের শৌচাগারে অগ্নিদগ্ধ পঞ্চমের ছাত্রী! পাটনায় বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের শৌচাগারের মধ্যে রহস্যজনকভাবে পুড়ে মৃত্যু (burnt alive) হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ ও...
Exit mobile version