Thursday, August 21, 2025

স্বাস্থ্য বিমার আওতায় এবার পঞ্চায়েত কর্মীরাও! নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

এবার সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্পের (Health Scheme) আওতায় আসছেন রাজ্যের পঞ্চায়েত কর্মীরাও (Panchayat Election)। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতে কর্মরত সমস্ত কর্মীরাই স্বাস্থ্য বিমা প্রকল্পের সুযোগসুবিধা পাবেন বলে সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন নবান্নে সাংবাদিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সরকারি কর্মচারী সংগঠনের আবেদনের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার ফলে বর্তমানে রাজ্যে কর্মরত ৩০ হাজার পঞ্চায়েত কর্মী এবং কুড়ি হাজার অবসরপ্রাপ্ত পেনশনভোগী উপকৃত হবেন।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ঘোষনা মতোই স্বাস্থ্য বিমায় আরও বেশি পরিমাণ ক্যাশলেস সুযোগসুবিধা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং অবসরপ্রাপ্তরা। আর সোমবার এমন ঘোষণার ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের পাশাপাশি পঞ্চায়েত কর্মীরাও উপকৃত হবেন। এদিকে রাজ্যের অর্থ দফতর সূত্রে ঘোষণা করা হয়েছে, সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা যদি এখন হাসপাতালে ভর্তি হন সেক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি সুবিধা পাবেন। তবে এই সমস্ত সুযোগসুবিধা তারাই পাবেন যাদের নাম নথিভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বীমা প্রকল্পে।

তবে বর্তমানে স্বাস্থ্য বীমা প্রকল্পে ক্যাশলেস সুবিধার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় লক্ষ টাকা করা হয়েছে। এর ফলে হাসপাতালে ভর্তি হওয়ার পর কোনও সরকারি কর্মচারী অথবা অবসরপ্রাপ্ত কর্মীরা কোনওরকম খরচ না করেই দেড় লক্ষ টাকা পর্যন্ত পরিষেবা পাবেন।

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version