Friday, August 22, 2025

“কোর্টে দেখা হবে”, ‘মিথ্যাবাদী’ শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে আইনি নোটিশ তৃণমূলের

Date:

অমিত শাহকে ফোন প্রসঙ্গে শুভেন্দুর অভিযোগের পাল্টা নবান্নে সাংবাদিক বৈঠকে প্রতিক্রিয়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর ঝাঁঝালো প্রতিক্রিয়ার পর অমিত শাহ(Amit Shah) ও শুভেন্দু অধিকারীকে(Shuvendu Adhikari) আইনি নোটিশ পাঠাল তৃণমূল। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে জানানো হল, ‘কোর্টে দেখা হবে।’ অমিত শাহকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন, বলে যে দাবি শুভেন্দু অধিকারির তরফে করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূল(TMC) সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’braen)। শুভেন্দুর পাশাপাশি চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে অমিত শাহকে।

গত মঙ্গলবার সিঙ্গুরের এক সভায় শুভেন্দু দাবি করেন তৃণমূলের জাতীয় দলের মর্যাদা চলে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে চার বার ফোন করেছিলেন। তিনি অমিত শাহকে অনুরোধ করেছেন তৃণমূলের জাতীয় দলের মর্যাদা ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু অমিত শাহ জানিয়ে দেন, জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের নির্বাচন কমিশনের মতো নয়। আইন না মানলে কী করা যাবে!

 

বুধবার নবান্নে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দুর এই অভিযোগ পুরোপুরি খারিজ করে মমতা বলেন, ‘একজন ভুঁইফোঁড় নেতা ডাহা মিথ্যা কথা বলেছেন।’ একইসঙ্গে তিনি বলেন, যদি শুভেন্দুরা প্রমাণ করতে পারেন যে তিনি অমিত শাহকে ফোন করেছেন বা ফোন করে জাতীয় দলের মর্যাদা ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন তাহলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। মুখ্যমন্ত্রীর দাবি, এই ধরনের মিথ্যা কথা বলে তৃণমূল সম্পর্কে একটি নেতিবাচক ধারনা তৈরি করতে চাইছে বিজেপি নেতারা। আর তার বাহক হয়ে উঠেছে এক শ্রেণির মিডিয়া। মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের পরই এবার শুভেন্দু ও অমিত শাহকে চিঠি পাঠাল তৃণমূল।

Related articles

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...
Exit mobile version