Sunday, August 24, 2025

ফের “তারিখ রাজনীতি” নিয়ে মুখ পু.ড়ল শুভেন্দুর! পঞ্চায়েত ভোট পিছিয়ে সম্ভবত জুলাইয়ে

Date:

Share post:

ফের “তারিখ রাজনীতি” (Date Politics) নিয়ে ডাহা ফেল ঢপবাজ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সম্প্রতি একটি সভা থেকে শুভেন্দু দাবি করেছিলেন, রাজ্য সরকার নাকি ২ মে পঞ্চায়েত ভোট (Panchayat Election) করাতে চায়। কিন্তু তাঁর সেই দাবি নস্যাৎ হয়ে গিয়েছে। কারণ, আইন অনুযায়ী বিজ্ঞপ্তি জারি হওয়ার পর ন্যূনতম ২১ থেকে সর্বাধিক ৪৫ দিনের ব্যবধান জরুরি। ফলে ২ মে ভোট হওয়ার কোনও সম্ভাবনা নেই। আসলে আজগুবি গল্প ছড়িয়ে বাজার গরম করার একটা বদভ্যাস বরাবরই রয়েছে শুভেন্দুর।

তাহলে পঞ্চায়েত ভোট কবে? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে রাজনৈতিক মহল। রাজ্যের বেশিরভাগ পঞ্চায়েতেরই মেয়াদ শেষ। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে পঞ্চায়েত ভোট তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। আর সেই আবহেই আজ, বুধবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঠিক কবে হতে পারে পঞ্চায়েত ভোট তার একটা ইঙ্গিত দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, পঞ্চায়েত ভোট নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেবে নির্বাচন কমিশন (Election Commission)। তবে এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমার দল ঠিক করেছে যে আগামী ২ মাস বিজেপির বিরুদ্ধে মানুষের সঙ্গে সংযোগ যাত্রা করা হবে। আগামী ২৫ এপ্রিল থেকে ২ মাস এই সংযোগ যাত্রা চলবে।’ তাঁর আরও সংযোজন, ‘এই গরমের মধ্যেও মানুষের কাছে পৌঁছে যাব আমরা। অভিষেককে দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও অভিষেককে বলছিলাম গরমের মধ্যে এই কর্মসূচি বেশ কঠিন।’ তবে অভিষেক জানিয়েছেন তাঁর অসুবিধা হবে না।

এখন মুখ্যমন্ত্রীর কথার রেশ টেনেই বলা যায়, ২৫ এপ্রিল থেকে আগামী ২ মাস সংযোগ যাত্রা হবে অর্থাৎ, ২৫ জুন পর্যন্ত তা চলবে। ফলে জুলাইয়ের আগে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে না বলে ধরে নেওয়া যায়। কারণ, শাসক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জনসংযোগ যাত্রা করবেন, আর তার মাঝে পঞ্চায়েত ভোট অসম্ভব বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

তাছাড়া রাজ্যজুড়ে তীব্র দাবদাহ ও গরমে নাভিশ্বাস উঠছে মানুষের। সেক্ষেত্রে এই সময়ে ভোট করা কতটা যুক্তিযুক্ত তা নিয়েও ভাবনাচিন্তা করছে রাজ্য নির্বাচন কমিশন। ফলে সবমিলিয়ে আগামী ২ মাস পঞ্চায়েত ভোটের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে ভোট পিছিয়ে জুলাইয়ে হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

 

 

spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...