Saturday, January 10, 2026

আইন জেনেও কীভাবে সংশোধনাগারে ‘আংটি’! পার্থকে ভর্ৎসনা আদালতের

Date:

Share post:

তিনি প্রভাবশালী। আর সেকারণেই জেলের মধ্যেও তিনি আংটি (Ring) পরে রয়েছেন। এবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জেলের মধ্যে আংটি পরা নিয়ে আদালতে প্রশ্ন তুললো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। বুধবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় আলিপুর আদালতের শুনানিতে ভার্চুয়ালি হাজিরা দিতে হয় পার্থ চট্টোপাধ্যায়কে। আর শুনানি চলাকালীন আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। সেখানেই প্রাক্তন মন্ত্রীর হাতে আংটি দেখিয়ে আদালতে তাঁকে ‘প্রভাবশালী’ বলে মন্তব্য করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

এদিন ইডির আইনজীবী আদালতে সাফ জানান, জেলের নিয়ম অনুযায়ী সংশোধনাগারে থাকাকালীন কোনও অলঙ্কার পরা যায় না। তবে পার্থ চট্টোপাধ্যায় নিজেই সেই নিয়মভঙ্গ করেছেন। আর এতেই বোঝা যাচ্ছে উনি কতটা প্রভাবশালী। তবে বুধবার শুনানি শুরু হওয়ার পরই আলিপুর আদালতের বিচারক পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর হাতের আঙুল দেখাতে বলেন। আর বিচারকের কথা শুনেই পার্থ হাত তুলে দেখান। আর সেই প্রসঙ্গেই ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাঁর হাতের আংটি দেখেই বোঝা যাচ্ছে, এসব দেখেই বোঝা যাচ্ছে উনি কতটা প্রভাবশালী, আর সেকারণেই তিনি জেলের ভিতর হাতে আংটি পরে রয়েছেন। তবে এর পাল্টা পার্থর আইনজীবী জানান, শারীরিক অবস্থার জন্যই উনি হাতে আংটি পরে রয়েছেন।

এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী জানতে চান, গ্রেফতার করার সময়ে প্রাক্তন মন্ত্রীর হাত থেকে আংটি খোলা হয়েছিল কি না। উত্তরে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী পাল্টা প্রশ্ন তোলেন, জেলের এই নিয়ম উনি জানবেন কীভাবে? যদিও এই প্রসঙ্গে বিচারক পাল্টা বলেন, উনি তো আইনের সবটুকু জানেন বলে দাবি করেন। তাহলে সংশোধনাগারে থাকাকালীন কীভাবে তিনি আংটি পরলেন তা নিয়েই উঠছে বিস্তর প্রশ্ন। তবে এদিন জেল কোডের বিভিন্ন ধারার উল্লেখ করে ইডির আইনজীবী জানান, জেলে যাওয়ার পর সমস্ত অলঙ্কার খুলে ফেলাই নিয়ম। তারপরও একজন অভিযুক্ত কী ভাবে গয়না পরে জেলে দিন কাটাতে পারেন?

তবে এদিন সওয়াল জবাব শেষে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ফের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আগামী ১৯ জুন পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে তাঁদের।

 

 

spot_img

Related articles

সামান্য কমল পারদ, রাজ্যে জারি শীতের স্পেল!

শনিবার সকালে ভরপুর শীতের (Winter) আমেজ। হাওয়া অফিস (Weather Department) বলছে শুক্রবার কলকাতার তাপমাত্রা বাড়লেও এদিন ফের নিম্নমুখী...

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...