‘সংকটের মুহূর্তে রাজনীতি নয়’, সুদানে আটক ভারতীয় প্রসঙ্গে কংগ্রেসকে তোপ জয়শঙ্করের

0
1

সেনা ও আধা সেনা বাহিনীর যুদ্ধে বিপর্যস্ত অবস্থা সুদানের(Sudan)। মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গিয়েছে। যুদ্ধবিধ্বস্ত এই দেশে আটকে রয়েছেন বহু ভারতীয়(Indians)। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলতে গেছে কংগ্রেস। অভিযোগ তোলা হয়েছে এখনো পর্যন্ত আটকে থাকা ভারতীয়দের ফেলানোর বিষয়ে কোনো পদক্ষেপ করেনি মোদি সরকার(Modi Govt)। এই পরিস্থিতিতে এবার পাল্টা কংগ্রেসকে দাগলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর(S Jaishankar)।

সুদানে আটকে থাকা ভারতীয়দের প্রসঙ্গে সম্প্রতি টুইটারে তো বাড়তে দেখা যায় কর্নাটকের কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াকে। কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে টুইটারে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, তাঁর রাজ্যের অন্তত ৩১ জন রয়েছেন সেদেশে আটকে রয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের দেশে ফেরানোর ব্যাপারে কোনও পদক্ষেপই করেনি মোদি সরকার। তবে কংগ্রেস নেতার এই অভিযোগের পাল্টা টুইট করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি অভিযোগ করেন, সংকটজনক এই পরিস্থিতিতে রাজনীতি করার চেষ্টা করছেন সিদ্দারামাইয়া। এরপর কংগ্রেস নেতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, বহু মানুষের জীবন সংকটে। এটা নিয়ে রাজনীতি করবেন না।

উল্লেখ্য, সুদানে সংঘর্ষের জেরে মৃতের সংখ্যা অন্তত ২৭০ ছাড়িয়েছে। আহতের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত ২ হাজার ৬০০। এহেন উত্তপ্তপরিস্থিতিতে সব মিলিয়ে শতাধিক ভারতীয় আটকে রয়েছেন সুদানে। জানা গিয়েছে, সুদানে আটক ভারতীয়দের ফেরাতে ইতিমধ্যেই আমেরিকা, ব্রিটেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলির সঙ্গে লাগাতার যোগাযোগ রেখেছে কেন্দ্র। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের দাবি, নয়াদিল্লি একটি কন্ট্রোল রুম তৈরি করেছে। সেই কন্ট্রোল রুমের মাধ্যমে সুদানের রাজধানী খার্তুমে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত কথাবার্তা চালানো হচ্ছে। যার মাধ্যমে আটকে থাকা ভারতীয়দের পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। এদিকে দূতাবাসের তরফেও ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে।