Friday, May 16, 2025

মিড ডি মিলের জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থা নাফেড থেকে ডাল কিনবে না রাজ্য। চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকারকে তা জানিয়ে দিল রাজ্য সরকার। শুধু পশ্চিমবঙ্গই নয়, নাফেড থেকে ডাল কিনবে না বলে বেঁকে বসেছে পাঞ্জাবের মতো আরও কয়েকটি রাজ্য। এমনকী বিজেপিশাসিত উত্তরপ্রদেশও জানিয়ে দিয়েছে তাঁরাও নাফেড থেকে ডাল কিনতে নারাজ।

প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পে মিড ডে মিলের জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থা নাফেড থেকে ডাল কেনার জন্য সমস্ত রাজ্যকে চিঠি দিয়েছে মোদি সরকার। কিন্তু তাঁদের পক্ষে নাফেড থেকে আর আলাদা করে ডাল কেনা সম্ভব নয়, কেন্দ্রের চিঠি পাওয়ার পরই সাফ জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। বাংলার মতোই কেন্দ্রের ওই প্রস্তাব মানতে রাজি নয় উত্তরপ্রদেশ-সহ খোদ বিজেপি শাসিত রাজ্যগুলিই।

বাংলার দাবি, একবার যখন মিড ডে মিলের জন্য সামগ্রী বাবদ চাল, ডালের খরচ ধরে নেওয়া হয়েছে তখন নতুন করে আবার কেন নাফেড থেকে ডাল কিনতে হবে? এমনিতেই মিড ডে মিল-সহ একাধিক প্রকল্পে রাজ্যে অনিয়ম হয়েছে বলে ক্রমাগত পরিদর্শকদল পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। এ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, বাংলায় পর্যাপ্ত পরিমাণে চাল এবং ডালের জোগান রয়েছে। ফলে ওই কেন্দ্রীয় সংস্থা থেকে এই সমস্ত খাদ্যশস্য কেনার কোনও প্রয়োজন নেই। এদিকে উত্তরপ্রদেশ-সহ বিজেপি শাসিত অনেক রাজ্যেই জানিয়ে দিয়েছে, যেহেতু সামগ্রীর মধ্যেই ডাল কেনার খরচ ধরা রয়েছে তাই নতুন করে আর কেন্দ্রীয় সরকারের থেকে তারা ডাল কিনবে না।

আরও পড়ুন- অভিনব উদ্যোগ, অর্ডার করলেই ওষুধ নিয়ে হাজির হবে ড্রোন

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version