Monday, August 25, 2025

আইপিএলে চুরি! ওয়ার্নারদের কিটব্যাগ থেকে খোয়া গেল প্রায় ১৬ লাখ টাকার সামগ্রী

Date:

চলতি আইপিএলে টানা পাঁচ ম্যাচে হার দিল্লি ক্যাপিটালসের। যে কোনও সময় চাকরি যেতে পারে সাপোর্ট স্টাফদের। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে পেপ টক দিয়ে চাঙ্গা করার চেষ্টায চালিয়ে যাচ্ছেন। এবার চুরির কবলে পড়ল দিল্লি দল। দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়দের ব্যাট, প্যাড, গ্লাভস এবং জুতো সহ বেশ কয়েকটি ক্রীড়া সরঞ্জাম, ক্রিকেটাররা তাদের আইপিএল ম্যাচের একদিন পরে রবিবার রাজধানীতে পৌঁছানোর পরে নিখোঁজ হয়ে যায়।

জানা গিয়েছে, ক্রিকেটাররা বেঙ্গালুরু থেকে দিল্লি বিমানবন্দরে নামার সময় সরঞ্জামগুলির অনুপস্থিতি টের পাওয়া যায়। খেলোয়াড়দের কিট ব্যাগ থেকে যে আইটেমগুলি চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে তার মধ্যে রয়েছে ১৬ টি ব্যাট, জুতো, উরুর প্যাড এবং গ্লাভস। তিনটি ব্যাট ডেভিড ওয়ার্নার, দুটি মিচেল মার্শের, তিনটি ব্যাট ছিল ফিল সল্টের এবং পাঁচটি যশ ধুলের৷

দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়রা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাদের আইপিএলের ম্যাচের জন্য বেঙ্গালুরুতে ছিলেন৷ আরসিবি দিল্লি ক্যাপিটালসকে ২৩ রানে হারিয়েছে। একদিন পরেই নাইট রাইডার্স দলের বিপক্ষে তাদের খেলা। তার আগে ট্রানজিটে ক্রিকেট সরঞ্জাম হারিয়ে ফেলা দলের ফোকাস নাড়িয়ে দেয় কিনা সেটাই এখন দেখার। অবশ্যই এটা ছোট ব্যাপার নয়। এর ফলে অনুশীলনে দেরি হতে পারে দিল্লি দলের। পুরো বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছে বিসিসিআই।চুরি যাওয়া জিনিসপত্রের মূল্য ভারতীয় মুদ্রায় ১৬ লাখ টাকা!

এই চুরির ঘটনায় বিপর্যস্ত দিল্লি ক্যাপিটালস শিবির। যদিও মঙ্গলবার দলের সদস্যরা অনুশীলনে নেমেছিলেন। জানা গিয়েছে, ক্রিকেটাররা এই ঘটনার পর ব্যাট তৈরি সংস্থার সঙ্গে কথা বলেছেন। আগামীকাল ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে দিল্লি ক্যাপিটালস।দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষের তরফে ঘটনার অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, সবারই কিছু না কিছু জিনিস চুরি গিয়েছে এটা জেনে ক্রিকেটাররা চমকে গিয়েছিলেন। কারণ এর আগে কোনওদিন এমন ঘটনা ঘটেনি। প্রথমে লজিস্টিকস ডিপার্টমেন্ট, এরপর পুলিশ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের নজরে আনা হয় বিষয়টি। তদন্ত শুরু হয়েছে।

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version