Wednesday, August 20, 2025

প্রকাশ্যে ‘টাইগার ভার্সেস পাঠান’- এর থিম ভিডিও! প্রথম ঝলকেই বাজিমাত

Date:

Share post:

অপেক্ষার অবসানে ফের সিল্ভার স্ক্রিনে সলমন- শাহরুখ (Salman Khan-Shahrukh Khan) । যশরাজ ফিল্মস (YashRaj Films) প্রযোজিত পাঠান” সিনেমায় মিনিট খানেকের দৃশ্যেই উন্মাদনার পারদ তুঙ্গে চড়েছিল। আর এবার তো গোটা একটা সিনেমা আসতে চলেছে। ‘টাইগার ভার্সেস পাঠান’- এর (Tiger Vs Pathaan) কথা ঘোষণা আগেই করেছিল প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। এবার প্রকাশ্যে এল এই সিনেমার থিম ভিডিও। আর সেখানেই ভরপুর অ্যাকশন দৃশ্যে মজেছেন দুই খানের ফ্যানেরা।

বলিউড পরিচালক সিদ্ধার্থ আনন্দকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন মায়ানগরীর প্রযোজকরা। আর হবে নাই বা কেন? যেভাবে দক্ষিণ ভারতের সিনেমাতে বক্স অফিসের সাফল্য চিন্তায় ফেলেছিল বিটাউনকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ‘ পাঠান’ যেন সব হিসেব বদলে দিয়েছে আর বিনোদনের বক্স অফিসে নয়া রেকর্ড গড়েছে। যেভাবে দর্শক তাঁদের প্রিয় কিং খানের ছবি দেখতে হল ভরিয়েছেন আর সিনেমায় সলমন- শাহরুখ দৃশ্যে সিটিতে কান পাতা দায় হয়েছিল বলেই মত দর্শকদের , তাতে নতুন করে ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখছে বলিদুনিয়া। সেখানেই বাজিমাত করতে আসছেন দুই খান। ‘টাইগার ভার্সেস পাঠান’-এর (Tiger Vs Pathaan) এই থিম ভিডিওতে ‘পাঠান’ সিনেমার দৃশ্য ব্যবহার করা হয়েছে। মানে যে দৃশ্যে সলমন খান ‘টাইগার’ হিসেবে পাঠানকে বাঁচাতে এন্ট্রি নিয়েছিলেন তা এই ভিডিওতে ব্যবহার করা হয়েছে। ছবিতে থাকতে পারে আরও এক চমক। টিনসেল টাউনে জোর গুঞ্জন, ‘অ্যকোয়াম্যান’ খ্যাত জেসন মোমোয়াকে (Jason Momoa) ছবির ভিলেন হিসেবে দেখা যেতে পারে। থিম ভিডিওতে অ্যাকশন দৃশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই থিম সংটি তৈরি করেছেন সঞ্চিত বালহারা, অঙ্কিত বালহারা, জুলিয়াস পাকিয়াম।

 

spot_img

Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...