Friday, November 7, 2025

প্রকাশ্যে ‘টাইগার ভার্সেস পাঠান’- এর থিম ভিডিও! প্রথম ঝলকেই বাজিমাত

Date:

অপেক্ষার অবসানে ফের সিল্ভার স্ক্রিনে সলমন- শাহরুখ (Salman Khan-Shahrukh Khan) । যশরাজ ফিল্মস (YashRaj Films) প্রযোজিত পাঠান” সিনেমায় মিনিট খানেকের দৃশ্যেই উন্মাদনার পারদ তুঙ্গে চড়েছিল। আর এবার তো গোটা একটা সিনেমা আসতে চলেছে। ‘টাইগার ভার্সেস পাঠান’- এর (Tiger Vs Pathaan) কথা ঘোষণা আগেই করেছিল প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। এবার প্রকাশ্যে এল এই সিনেমার থিম ভিডিও। আর সেখানেই ভরপুর অ্যাকশন দৃশ্যে মজেছেন দুই খানের ফ্যানেরা।

বলিউড পরিচালক সিদ্ধার্থ আনন্দকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন মায়ানগরীর প্রযোজকরা। আর হবে নাই বা কেন? যেভাবে দক্ষিণ ভারতের সিনেমাতে বক্স অফিসের সাফল্য চিন্তায় ফেলেছিল বিটাউনকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ‘ পাঠান’ যেন সব হিসেব বদলে দিয়েছে আর বিনোদনের বক্স অফিসে নয়া রেকর্ড গড়েছে। যেভাবে দর্শক তাঁদের প্রিয় কিং খানের ছবি দেখতে হল ভরিয়েছেন আর সিনেমায় সলমন- শাহরুখ দৃশ্যে সিটিতে কান পাতা দায় হয়েছিল বলেই মত দর্শকদের , তাতে নতুন করে ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখছে বলিদুনিয়া। সেখানেই বাজিমাত করতে আসছেন দুই খান। ‘টাইগার ভার্সেস পাঠান’-এর (Tiger Vs Pathaan) এই থিম ভিডিওতে ‘পাঠান’ সিনেমার দৃশ্য ব্যবহার করা হয়েছে। মানে যে দৃশ্যে সলমন খান ‘টাইগার’ হিসেবে পাঠানকে বাঁচাতে এন্ট্রি নিয়েছিলেন তা এই ভিডিওতে ব্যবহার করা হয়েছে। ছবিতে থাকতে পারে আরও এক চমক। টিনসেল টাউনে জোর গুঞ্জন, ‘অ্যকোয়াম্যান’ খ্যাত জেসন মোমোয়াকে (Jason Momoa) ছবির ভিলেন হিসেবে দেখা যেতে পারে। থিম ভিডিওতে অ্যাকশন দৃশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই থিম সংটি তৈরি করেছেন সঞ্চিত বালহারা, অঙ্কিত বালহারা, জুলিয়াস পাকিয়াম।

 

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version