Saturday, May 3, 2025

তাপপ্রবাহে বন্ধ হতে চলেছে শু.টিং, কী হবে সিরিয়ালের ভবিষ্যৎ!

Date:

Share post:

যত সময় যাচ্ছে ততই দহন জ্বালা (Heat Wave) সহ্য করতে হচ্ছে বাংলার মানুষকে। পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal) , দগ্ধ কলকাতা(Kolkata)। পরিস্থিতির গুরুত্ব বুঝে রাজ্য সরকারের তরফে স্কুল কলেজবন্ধ রাখার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেসরকারি স্কুলগুলিতে ফিরেছে ‘অনলাইন ক্লাস’। কিন্তু এই পরিস্থিতিতে সিনেমার সিরিয়ালের (Cinema Serial) শুটিং হবে কী করে? চিত্রনাট্যের প্রয়োজনে এখানে ওখানে আউটডোর শুটিং তো আছেই। হঠাৎ করে স্ক্রিপ্টের আমূল পরিবর্তন আদৌ কি সম্ভব? ইনডোর শুটিং করতে গেলেও, গরমে ঘর্মাক্ত কলাকুশলীরা। অভিনেতা অভিনেত্রীরা মেকআপ করে গরমের মধ্যে শুটিংয়ে নাজেহাল। আর টেকনিশিয়ানরা সারাক্ষণ রোদের মধ্যে দৌড়াদৌড়ি করে কার্যত বিধ্বস্ত। যখন তখন ইউনিটের লোকজন অসুস্থ হয়ে পড়ছেন। সবদিক খতিয়ে দেখে এবার বড় সিদ্ধান্তের পথে ‘ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’ (Federation of Cine Technicians and Workers of Eastern India) । মনে করা হচ্ছে যে কোন মুহূর্তে বন্ধ হতে পারে শুটিং। বিশেষ করে আউটডোরের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা দরকার বলেই মনে করছেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)।

তীব্র তাপপ্রবাহ থেকে কবে রেহাই মিলবে তা আপাতত জানা নেই। কিন্তু তাই বলে বাঙালির ড্রয়িং রুমে সিরিয়ালের কোনও বিরাম নেই। করোনাকালে কিছুটা বাধ্য হই পুরনো এপিসোড টেলিকাস্ট করতে হয়েছিল। এবারও কি তাহলে সেই পথেই হাঁটতে চলেছে টালিগঞ্জ? এক দিকে ৪০-৪১ ডিগ্রি গরমে প্রায় ১৩ থেকে১৪ ঘণ্টা শুটিং করতে হচ্ছে, তার উপর আবার ক্যামেরার সামনে সুশ্রী দেখাতে হবে নিজেকে। খুব স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন অভিনেতারা। সিরিয়ালের ব্যাঙ্কিংয়ের প্রবল চাপের জন্য অনেক সময় ছুটি পাওয়াও সম্ভব হচ্ছেনা। কিন্তু এই সময় আউটডোর শুটিং করা সত্যিই কষ্টকর। গল্পের কথা মাথায় রেখে কেউ পিচের রাস্তায় খালি পায়ে হাঁটছেন, কেউ আবার গরম মাথায় নিয়ে কলকাতার রাস্তায় ছুটে ভিলেন ধরছেন। আর এটা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই।

ফেডারেশনের তরফে প্রযোজক গিল্ড (WATP) এবং ইম্পাকে (Eastern Indian Motion Pictures Association) মেল করা হয়েছে যাতে এই গরমের কথা মাথায় রেখে শুটিং শিডিউলে কিছু বদল করা যায়। স্বরূপ বিশ্বাস বলছেন, আলোচনায় বসে আউটডোরের বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা দরকার। সেক্ষেত্রে দুপুরের সময়টুকু যাতে শুটিং বন্ধ করা যায় সেই নিয়েও পরিকল্পনা করা হচ্ছে।

 

spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...