Wednesday, August 27, 2025

আমরা গুরুত্ব দিচ্ছি না: ‘বিজেপি বিধায়ক’ মুকুল প্রসঙ্গে সাফ জানালেন মমতা

Date:

উনি বিজেপি বিধায়কই আছেন- মুকুল রায় (Mukul Roy) প্রসঙ্গে সাফ জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হঠাৎ করেই দিল্লি গিয়ে মুকুল রায় দাবি করেন, তিনি বিজেপিতে আছেন। মানসিক অবসাদ থেকে কিছুক্ষণের জন্য গিয়েছিলেন তৃণমূলের। এই নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখন সাংবাদিক বৈঠকে প্রশ্নের উত্তরে মমতা জানান, ‘‘এটা ছোট ব্যাপার। আমরা গুরুত্ব দিচ্ছি না। এড়িয়ে যাওয়াই ভাল।’’

মুকুলপুত্র শুভ্রাংশু রায় আচমকাই দাবি করেন, তাঁর বাবা মিসিং। এই নিয়ে থানায় ডায়েরিও করেন তিনি। কিন্তু তার কয়েক ঘণ্টা পরই দিল্লি বিমানবন্দরে দেখা যায় মুকুল রায়কে। কাজের সূত্রেই দিল্লি গিয়েছেন বলে জানান তিনি। এই বিষয়ে প্রশ্ন করা হলে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা জানান, “তিনি দিল্লি যাবেন, না মুম্বই নাকি পাঞ্জাব, সেটা তাঁর নিজের ব্যাপার। তিনি তো বিজেপি বিধায়কই আছেন। তবে শুনলাম, তাঁর ছেলে একটা মিসিং ডায়েরি করেছে। এমন মিসিং রিপোর্ট জমা পড়লে তো প্রশাসনের কাজ তা দেখা, সেই ব্যক্তি মিসিং কি না। সেটা তারা করবে। তবে ওই ব্যক্তি কী করবেন, সেটা তাঁর নিজের পছন্দ।”

কেন্দ্রীয় এজেন্সির চাপেই কি দিল্লি গিয়েছেন মুকুল? জবাবে মমতা বলেন, হতে পারে কেউ হুমকি দিয়েছে! তবে, তিনি বুঝিয়ে দেন, মুকুল তুচ্ছ বিষয়ে। আমল দিতে নারাজ তৃণমূল সুপ্রিমো।

 

 

Related articles

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...

গণেশ চতুর্থীতে বিষাদের ছায়া শিল্পা-রাজের বাড়িতে! মন খারাপ ‘ধড়কন’ অভিনেত্রীর 

আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। মায়ানগরীতে একদিন নয়, দশদিন ধরে ধুমধাম করে পালন করা হয় গণপতির আরাধনা (Ganesh...
Exit mobile version