Saturday, May 3, 2025

ভাঙড়ে নথি পোড়ানো নিয়ে মিথ্যাচার, মালব্যের বিরুদ্ধে সিবিআইয়ে অভিযোগ দায়ের

Date:

ভাঙড়ে নথি পোড়ানো নিয়ে বাংলার নামে মিথ্যাচার করে টুইট করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য(Amit Malviya)। সেই ঘটনায় এবার ওই বিজেপি(BJP) নেতার নামে দায়ের হল অভিযোগ। সিবিআইয়ের(CBI) দিল্লির অফিসে মালব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন অনিন্দ্য চৌধুরী নামে এক তৃণমূল কর্মী(TMC)। তাঁর অভিযোগ ভাঙড়ে(Bhangar) নথি পোড়ানো নিয়ে অভিযোগ করতে গিয়ে খোদ সিবিআইয়ের নামেই বিভ্রান্তিকর রটনা রটাচ্ছেন অমিত। অবিলম্বে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

উল্লেখ্য, দক্ষিন ২৪ পরগনার ভাঙড়ে নথি পোড়ানোর ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও সিবিআইয়ের তরফে এলাকা পরিদর্শনের পর জানানো হয়েছে, যে নথি পোড়ানো হয়েছে বিহারের খনি সংক্রান্ত। তবে এই ইস্যুতে নোংরা রাজনীতি করতে ময়দানে নেমে পড়ে বিজেপি। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে আঙুল তুলে রীতিমতো মিথ্যাচার করে টুইট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। যেখানে তিনি লেখেন, “বাংলায় কিছু একটা ভয়ংকর চক্রান্ত চলছে। কলকাতা থেকে ৩০ কিমি দূরে নথি ভাঙড়ে নথি পোড়ানো হচ্ছে। মামলার সঙ্গে যুক্ত অপরাধ মূলক নথি নগদ ভাইচার খুঁজে পেয়েছে সিবিআই। এই ঘটনায় কেউ ভয় পাচ্ছে।” মালব্যের এই টুইট তুলে ধরেই সিবিআইয়ের কাছে অনিন্দের অভিযোগ, “বাংলায় কিছু একটা ভয়ংকর চক্রান্ত চলছে” বলে দাবি করেছেন মালব্য। এর অর্থ কি বাংলা কি কোনও জঙ্গি হামলার মুখে পড়তে চলেছে? কোনও খারাপ ঘটনার বিষয়ে আগাম সতর্ক করছেন জনতাকে? কাদের দিকে ইঙ্গিত করছেন তিনি? কোথা থেকে এই বিষয়ে তথ্য পেলেন?

 

পাশাপাশি মালব্যের বক্তব্য “মামলার সঙ্গে যুক্ত অপরাধ মূলক নথি নগদ ভাইচার খুঁজে পেয়েছে সিবিআই।” তুলে ধরে তিনি চিঠিতে লেখেন যে সমস্ত নথি পোড়ানো হয়েছে বা অর্ধেক পুড়েছে তা বিহার সরকারের খনি সংক্রান্ত নথি। অথচ মালব্য বলছেন সিবিআইয়ের তদন্ত সংক্রান্ত। এর অর্থ পরিকল্পিতভাবে সিবিআইয়ের নামে মিথ্যা খবর ছড়াচ্ছেন উনি। এটা শুধু আপত্তিকর নয়, শাস্তিযোগ্য অপরাধ। আমরা চাই সিবিআই মিথ্যাবাদী মালব্যের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিক সিবিআইয়ের নামে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য। অন্যথায় সকলের মনে হবে সিবিআই এই ধরনের মানুষকে প্রশ্রয় দিচ্ছে যারা দেশ ও সমাজকে অশান্ত করছে।

Related articles

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...
Exit mobile version