Monday, November 17, 2025

মানসিক অবসাদ থেকে তৃণমূলে গিয়েছিলাম: মুকুল, পাল্টা কটাক্ষ দিলীপের

Date:

হঠাৎ করেই রাজ্য রাজনীতিতে ভেসে উঠেছেন মুকুল রায় (Mukul Ray)। মঙ্গলবার, তিনি বেপাত্তা বলে থানায় অভিযোগ দায়েরর করেন তাঁর পুত্র শুভ্রাংশু রায় (Shubhranshu Ray)। কিন্তু কিছুক্ষণ করেই দেখা যায়, তিনি দিল্লিতে। আর বুধবার, সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুকুল রায় জানালেন, তিনি বিজেপিতেই আছেন। মানসিক অবসাদ থেকেই গিয়েছিলেন তৃণমূলে! এই নিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তীব্র খোঁচা তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষও (Kunal Ghosh)।

মুকুলের দিল্লি যাওয়ার পরেই প্রশ্ন ওঠে, কেন গিয়েছেন তিনি রাজধানীতে? তিনি কি বিজেপিতে যোগ দেবেন? উত্তরে মুকুল জানান, তিনি বিজেপিতেই ছিলেন। যোগ দেওয়ার প্রশ্ন নেই! তাহলে যে তাঁকে তৃণমূলে যোগ দিয়ে গলায় উত্তরীয় পরে বসতে দেখা গেল? উত্তরে মুকুল জানান, মানসিক অবসাদ থেকেই নাকি তৃণমূলে গিয়েছিলেন তিনি। তখন তাঁর স্ত্রী বিয়োগ হয়েছিল। তিনি অবসাদে ছিলেন। সেই সময় অতীত ছুঁয়ে দেখতে চেয়েছিলেন। তা থেকেই কিছু সময়ের জন্যই নাকি গিয়েছিলেন তৃণমূলে। কিন্তু এখন তিনি বিজেপিতেই আছেন। তৃণমূলে যাওয়ার কোনও সম্ভবনাই নেই। এমনকী, বিজেপি চাইলে পঞ্চায়েত ভোটে কাজ করতেও চান তিনি। “আমি বিজেপির হয়েই আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে চাই।“

মুকুল রায়ের বক্তব্য নিয়ে তীব্র খোঁচা দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, “ওনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক জানি না। আমাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই। দায় আমাদের ঘাড়ে চাপানো হচ্ছে।” মুকুলকে গিয়ে পঞ্চায়েত ভোটে দায়িত্ব দেওয়া হবে? এর উত্তরে দিলীপের মন্তব্য, তিনি এবিষয়ে কিছুই জানেন না।

আর মুকুলের মন্তব্যের বিষয়ে কুণাল ঘোষ জানান, মুকুল রায় কী করছেন বা করতে চান, তা নিয়ে তৃণমূলের মাথাব্যথা নেই। মুকুল রায়ের মতো উৎপাত যেখানে যাওয়ার যান। তৃণমূলের অনেক কাজ আছে, উন্নয়নের কাজ আছে। তৃণমূলের মাথাব্যথা নেই।

Related articles

বাংলায় ঢালাও সুবিধা, সেই সব দাবিতে ডবল ইঞ্জিন অসমে পথে চাবাগান শ্রমিকরা

প্রতিবেশী রাজ্যে ঢালাও সুবিধা। জীবনযাপনের মান থেকে পরিবারের নিরাপত্তায় একের পর এক দায়িত্ব পালন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

শুট অ্যাট সাইট নির্দেশ ইউনূস প্রশাসনের! হাসিনার রায় বেরোনোর আগে উত্তপ্ত ঢাকা

বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shiekh Hasina)। সেই অভিযোগের বিচার...

আরজেডি শিবিরে অশান্তি অব্যাহত, শহর ছাড়লেন লালুর চার কন্যা

নির্বাচনে হারের পর থেকে সময়টা কিছুতেই ভালো কাটছে না আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ও তাঁর দল আরজেডির...

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...
Exit mobile version