Saturday, November 15, 2025

মানসিক অবসাদ থেকে তৃণমূলে গিয়েছিলাম: মুকুল, পাল্টা কটাক্ষ দিলীপের

Date:

হঠাৎ করেই রাজ্য রাজনীতিতে ভেসে উঠেছেন মুকুল রায় (Mukul Ray)। মঙ্গলবার, তিনি বেপাত্তা বলে থানায় অভিযোগ দায়েরর করেন তাঁর পুত্র শুভ্রাংশু রায় (Shubhranshu Ray)। কিন্তু কিছুক্ষণ করেই দেখা যায়, তিনি দিল্লিতে। আর বুধবার, সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুকুল রায় জানালেন, তিনি বিজেপিতেই আছেন। মানসিক অবসাদ থেকেই গিয়েছিলেন তৃণমূলে! এই নিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তীব্র খোঁচা তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষও (Kunal Ghosh)।

মুকুলের দিল্লি যাওয়ার পরেই প্রশ্ন ওঠে, কেন গিয়েছেন তিনি রাজধানীতে? তিনি কি বিজেপিতে যোগ দেবেন? উত্তরে মুকুল জানান, তিনি বিজেপিতেই ছিলেন। যোগ দেওয়ার প্রশ্ন নেই! তাহলে যে তাঁকে তৃণমূলে যোগ দিয়ে গলায় উত্তরীয় পরে বসতে দেখা গেল? উত্তরে মুকুল জানান, মানসিক অবসাদ থেকেই নাকি তৃণমূলে গিয়েছিলেন তিনি। তখন তাঁর স্ত্রী বিয়োগ হয়েছিল। তিনি অবসাদে ছিলেন। সেই সময় অতীত ছুঁয়ে দেখতে চেয়েছিলেন। তা থেকেই কিছু সময়ের জন্যই নাকি গিয়েছিলেন তৃণমূলে। কিন্তু এখন তিনি বিজেপিতেই আছেন। তৃণমূলে যাওয়ার কোনও সম্ভবনাই নেই। এমনকী, বিজেপি চাইলে পঞ্চায়েত ভোটে কাজ করতেও চান তিনি। “আমি বিজেপির হয়েই আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে চাই।“

মুকুল রায়ের বক্তব্য নিয়ে তীব্র খোঁচা দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, “ওনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক জানি না। আমাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই। দায় আমাদের ঘাড়ে চাপানো হচ্ছে।” মুকুলকে গিয়ে পঞ্চায়েত ভোটে দায়িত্ব দেওয়া হবে? এর উত্তরে দিলীপের মন্তব্য, তিনি এবিষয়ে কিছুই জানেন না।

আর মুকুলের মন্তব্যের বিষয়ে কুণাল ঘোষ জানান, মুকুল রায় কী করছেন বা করতে চান, তা নিয়ে তৃণমূলের মাথাব্যথা নেই। মুকুল রায়ের মতো উৎপাত যেখানে যাওয়ার যান। তৃণমূলের অনেক কাজ আছে, উন্নয়নের কাজ আছে। তৃণমূলের মাথাব্যথা নেই।

Related articles

দুর্নীতি নিয়ে মুখ খুলতেই দল বিরোধী! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীসহ তিনজনকে সাসপেন্ড বিজেপির

বিজেপির তোষণের রাজনীতির সমালোচনা করলেই যে তিনি দলবিরোধী হবেন, দল হিসাবে এটাই বিজেপির নীতি। যা বারাবার প্রকাশ্যে এসেছে।...

বিহারের জয়ী ‘বাংলার ছেলে’! খুশি উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ড

বিহার বিধানসভা নির্বাচনের ফল গিয়েছে বিজেপি-নীতীশ জোটের পক্ষে। তা নিয়ে বঙ্গ রাজনীতিতেও বিপুল কাটাছেঁড়া চলছে। কিন্তু শুক্রবার নির্বাচনের...

বাগুইহাটি উড়ালপুলে উল্টে গেল সেনা বাস, অল্পের জন্য প্রাণরক্ষা ক্যাব চালকের

শহরের বুকে দুর্ঘটনার কবলে সেনা বাস। শনিবার সকালে রঘুনাথপুরের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাগুইহাটি উড়ালপুলের (Baguiati...

চতুর্থ বিবাহবার্ষিকীতে কন্যা সন্তানের বাবা-মা রাজকুমার-পত্রলেখা, শুভেচ্ছা বলিউডের

শনিবারে সকালে এল সুখবর। বলিউডে রাজকন্যার আগমনের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) এবং...
Exit mobile version