Thursday, December 18, 2025

দাম্পত্য অশা.ন্তিতে ময়দানে বিপাকে CAB প্রেসিডেন্ট স্নেহাশিস!

Date:

Share post:

জয়িতা মৌলিক

গার্হস্থ্য অশান্তিতে ময়দানে বিপাকে CAB প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় (Snehashis Ganguli)। এখন IPL-র ম্যাচ চলাকালীন মাঠে যেতে পারবেন কি না, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। কারণ, প্রকাশ্যে এলে তাঁকে গ্রেফতারেও করা হতে পারে বলে খবর। স্নেহাশিসের এখন শ্যাম রাখি না কুল রাখি হাল!

ঘটনার সূত্রপাত বেশ আগের। বাড়ি ও স্ত্রীকে ছেড়ে অন্য এক বিবাহবিছিন্না মহিলার সঙ্গে থাকছেন সিএবি প্রেসিডেন্ট। এই নিয়ে পরিবারে বিস্তর অশান্তি। স্নেহাশিসের স্ত্রী মোমকেই গঙ্গোপাধ্য়ায় (Mom Ganguli) পরিবার, এমনকী স্নেহাশিসের মা-ও না কি সমর্থন করেন বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে নববর্ষেই বান্ধবী অর্পিতা বণিককে বিয়ে করতে চান স্নেহাশিস। খবর শুনে তাঁদের ফ্ল্যাটে উপস্থিত হন মোম। সেখানে তুমুল বচসা। তার কিছু কানে এসেছে পড়শিদেরও। এরপর, শুধু অর্পিতা নন, অভিযোগ স্নেহাশিসও তাঁর স্ত্রীকে অপমান করে বাড়ি থেকে বের করে দেন। এর পরে ১৮ তারিখ ঠাকুরপুকুর থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে 498A ধারায় অভিযোগ দায়ের করেন মোম গঙ্গোপাধ্যায়। এছাড়াও তাঁর বিরুদ্ধে IPC 406, 323, 321 ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

এদিকে, আলিপুর আদালতে ইতিমধ্যেই স্নেহাশিস ও অর্পিতার বিরুদ্ধে মামলা দায়ের করেছন মোম। এই মামলার পরবর্তী শুনানি ১২ মে। কিন্তু রবিবার, ইডেনে আইপিএলের ম্যাচ। সেখানে সিএবি প্রেসিডেন্টের না থাকাটা দৃষ্টিকটু। কিন্তু যাঁর বিরুদ্ধে 498A মামলা রয়েছে, তাঁর গ্রেফতার হওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে তাঁকে ময়দানে দেখা গেলে পুলিশ গ্রেফতার বা আটক করতে পারে। যদিও তার আগে স্নেহাশিসকে নোটিশ দিতে হবে। তবে, সর্বসমক্ষে সেটা সিএবি প্রেসিডেন্টের কাছে মোটেও সম্মানজনক হবে না। আবার তাঁকে দেখেও যদি পুলিশ কোনও পদক্ষেপ না করে সেখানে প্রভাবশালীর তত্ত্ব উঠবে।

এই পরিস্থিতিতে কী করবেন স্নেহাশিস? শাঁখের করাতের মতো তাঁর যেতেও কাটবে, আসতেও কাটবে! দাম্পত্যের অশান্তির আগুন পৌঁছেছে ইডেনের গ্যালারিতে। এখন তিনি আঁচ বাঁচিয়ে গ্যালারিতে থাকেন, না কি মুখ লুকিয়ে অন্তরালে- সেটাই দেখার।

 

 

 

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...