Friday, August 22, 2025

দাম্পত্য অশা.ন্তিতে ময়দানে বিপাকে CAB প্রেসিডেন্ট স্নেহাশিস!

Date:

Share post:

জয়িতা মৌলিক

গার্হস্থ্য অশান্তিতে ময়দানে বিপাকে CAB প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় (Snehashis Ganguli)। এখন IPL-র ম্যাচ চলাকালীন মাঠে যেতে পারবেন কি না, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। কারণ, প্রকাশ্যে এলে তাঁকে গ্রেফতারেও করা হতে পারে বলে খবর। স্নেহাশিসের এখন শ্যাম রাখি না কুল রাখি হাল!

ঘটনার সূত্রপাত বেশ আগের। বাড়ি ও স্ত্রীকে ছেড়ে অন্য এক বিবাহবিছিন্না মহিলার সঙ্গে থাকছেন সিএবি প্রেসিডেন্ট। এই নিয়ে পরিবারে বিস্তর অশান্তি। স্নেহাশিসের স্ত্রী মোমকেই গঙ্গোপাধ্য়ায় (Mom Ganguli) পরিবার, এমনকী স্নেহাশিসের মা-ও না কি সমর্থন করেন বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে নববর্ষেই বান্ধবী অর্পিতা বণিককে বিয়ে করতে চান স্নেহাশিস। খবর শুনে তাঁদের ফ্ল্যাটে উপস্থিত হন মোম। সেখানে তুমুল বচসা। তার কিছু কানে এসেছে পড়শিদেরও। এরপর, শুধু অর্পিতা নন, অভিযোগ স্নেহাশিসও তাঁর স্ত্রীকে অপমান করে বাড়ি থেকে বের করে দেন। এর পরে ১৮ তারিখ ঠাকুরপুকুর থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে 498A ধারায় অভিযোগ দায়ের করেন মোম গঙ্গোপাধ্যায়। এছাড়াও তাঁর বিরুদ্ধে IPC 406, 323, 321 ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

এদিকে, আলিপুর আদালতে ইতিমধ্যেই স্নেহাশিস ও অর্পিতার বিরুদ্ধে মামলা দায়ের করেছন মোম। এই মামলার পরবর্তী শুনানি ১২ মে। কিন্তু রবিবার, ইডেনে আইপিএলের ম্যাচ। সেখানে সিএবি প্রেসিডেন্টের না থাকাটা দৃষ্টিকটু। কিন্তু যাঁর বিরুদ্ধে 498A মামলা রয়েছে, তাঁর গ্রেফতার হওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে তাঁকে ময়দানে দেখা গেলে পুলিশ গ্রেফতার বা আটক করতে পারে। যদিও তার আগে স্নেহাশিসকে নোটিশ দিতে হবে। তবে, সর্বসমক্ষে সেটা সিএবি প্রেসিডেন্টের কাছে মোটেও সম্মানজনক হবে না। আবার তাঁকে দেখেও যদি পুলিশ কোনও পদক্ষেপ না করে সেখানে প্রভাবশালীর তত্ত্ব উঠবে।

এই পরিস্থিতিতে কী করবেন স্নেহাশিস? শাঁখের করাতের মতো তাঁর যেতেও কাটবে, আসতেও কাটবে! দাম্পত্যের অশান্তির আগুন পৌঁছেছে ইডেনের গ্যালারিতে। এখন তিনি আঁচ বাঁচিয়ে গ্যালারিতে থাকেন, না কি মুখ লুকিয়ে অন্তরালে- সেটাই দেখার।

 

 

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...