Tuesday, August 26, 2025

বেঙ্গল বিজনেস কাউন্সিলের উদ্যোগে ‘বাংলার নবজাগরণ ১৪৩০’, কলকাতায় চাকরির মেলা!

Date:

বাংলা নববর্ষে (Bengali New Year) সল্টলেকের করুণাময়ী সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে (Central Park Book Fair ground) মহোৎসব। ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল ২০২৩ পর্যন্ত বঙ্গীয় বাণিজ্য পরিষদের (Bengal Business Council) তরফে আয়োজন করা হয়েছে বাংলার নবজাগরণ ১৪৩০, (Bengal Rising 2.0)। জর্জ টেলিগ্রাফ গ্রুপের The George Telegraph Group)তরফ থেকে এই অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়। যেখানে একাধারে বাণিজ্য সংক্রান্ত আলোচনা অন্যদিকে চাকরি পাওয়ার সুযোগ। শুক্রবার থেকে উপচে পড়া ভিড় মেলা প্রাঙ্গণে।

বাংলা নববর্ষে বাঙালির জন্য এক দারুন সুযোগ এনেছে জর্জ টেলিগ্রাফ গ্রুপ। তবে শুধুমাত্র বাঙালি বললে ভুল বলা হবে। কারণ কলকাতার মানুষের কাছে এবার চাকরি পাওয়ার এক বিরাট সুযোগ করুণাময়ী সেন্ট্রাল পার্কের বই মেলা প্রাঙ্গণে। ‘বাংলার নবজাগরণ ১৪৩০’ শীর্ষক অনুষ্ঠানে উদ্বোধনের দিন নিজেদের বায়োডাটা নিয়ে হাজির চাকরিপ্রার্থীরা। এখানে বিভিন্ন কোম্পানির তরফে চাকরি সংক্রান্ত নানা খুঁটিনাটি দিক তুলে ধরার আয়োজনও করা হয়। বহু চাকরিপ্রার্থী এই মেলায় এসে কাজ সংক্রান্ত একাধিক বিষয় খোঁজ খবর নেন। আগামী ২৩ তারিখ পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। যেখানে বাণিজ্য সংক্রান্ত আলোচনায় মিশবে সাংস্কৃতিক সুর। কখনও ইমন চক্রবর্তীর কন্ঠে বাংলার গান আবার কখনও বাংলা ব্যান্ড লক্ষীছাড়ার কাছে দর্শকদের সমবেত আবদার। জমজমাট মেলা প্রাঙ্গণে খাওয়া-দাওয়া হুল্লোড়ের পাশাপাশি চাকরি হাতে নিয়ে বাড়ি ফেরা নিঃসন্দেহে এক অভিনব ঘটনা, যা বাস্তবে সম্ভব করে দেখিয়েছে জর্জ টেলিগ্রাফ গ্রুপ।

শুক্রবার অনুষ্ঠানের প্রথম দিনের জব ফেয়ারে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা মেলা প্রাঙ্গণে উপস্থিত হন। Tech Mahindra Pvt Ltd, Auto High Tech Pvt Ltd, Maruti Suzuki, SBI Life insurance , IFB Industries Ltd Gradients Staffing Pvt Ltd এর মতো সংস্থা জব ফেয়ার উপস্থিত থাকায় চাকরিপ্রার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।বাংলার নবজাগরণ ১৪৩০ (Bengal Rising 2.0) অনুষ্ঠানের উদ্বোধন করেন বেঙ্গল বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান অভিষেক আড্ডি, জর্জ টেলিগ্রাফ গ্রুপের ডিরেক্টর সুব্রত দত্ত (Subrata Dutta) সহ অন্যান্য বিশিষ্টরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুব্রত দত্ত বলেন, বাঙালি যে ব্যবসা বিমুখ এই দুর্নাম ঘোচাতে উদ্যোগী জর্জ টেলিগ্রাফ গ্রুপ এবং ‘বাংলার নবজাগরণ ১৪৩০’ এটাই প্রমাণ করবে যে আগামীতে বাংলায় বিশ্বকে বাণিজ্যে পথ দেখাতে চলেছে। আগামিকাল অর্থাৎ রবিবার পর্যন্ত এই মেলায় অবাধে প্রবেশের সুযোগ থাকছে ছোট বড় সকলের জন্য।

 

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version