তীব্র দাবদাহ কেটে গিয়ে আচমকাই প্রকৃতির রূপ বদল। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছিল শনিবার থেকেই বদলে যাবে পরিস্থিতি। তবে সময়ের কিছুটা আগেই ভিজল বাংলা। বৃহস্পতিবার থেকেই উত্তরে বৃষ্টির আভাস মিলেছিল। শুক্রবার সারাদিনে রাজ্যের বিভিন্ন জেলায় কখনও হালকা বৃষ্টি (Rain) কখনও বা শিলা বৃষ্টি হয়েছে। আজ শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালো হাওয়া অফিস (Weather Department)।

বৃষ্টির পূর্বাভাস পেয়েই কাউন্টডাউন শুরু করেছিল বাংলা ও বাঙালি। গত কয়েকদিন ধরেই ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে প্রকৃতির মেজাজে এসেছে পরিবর্তন। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টি হওয়ায় উত্তর এবং দক্ষিণ দুইবঙ্গেই মিলেছে স্বস্তি। শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে যথাই দফায় বৃষ্টি হবে কলকাতার বিভিন্ন প্রান্তে। হাওয়া অফিস বলছে আগামিকাল থেকে দক্ষিণবঙ্গে আর তাপপ্রবাহের সতর্কতা থাকবে না। রবি ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। আর ঠিক সেই কারণের জন্যই আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা আর থাকছে না।