Monday, May 5, 2025

নিয়োগ দুর্নীতির টাকায় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন অয়ন শীল, এমনই দাবি করেছে ইডি। তার কোথায় কী রয়েছে, তার হদিশ পেতে এবার অয়নের ছেলে অভিষেক শীলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়কে তলব করল ইডি। চলতি সপ্তাহেই ইমনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।  এদিকে অয়নের ১৬ টি ফ্ল্যাটের হদিশ পেয়েছে তদন্তকারী অফিসাররা। এক সপ্তাহে আরও ৮টি ফ্ল্যাটের কথা জানতে পেরেছেন ইডির তদন্তকারীরা। বেশিরভাগ সম্পত্তিই হুগলিতে।ইডি-র দাবি, অয়নের ছেলের সংস্থায় যৌথ অংশীদারি রয়েছে ইমনের। তাঁর বাবা পুর ও নগরোন্নয়ন দফতরের আমলা। সেক্ষেত্রে প্রভাব খাটিয়ে কোনও কাজ করা হয়েছিল কি না, জানতে চায় ইডি।

এরই পাশাপাশি, অয়নের আয় বা বিপুল সম্পত্তি সম্পর্কে তাঁর ছেলের বান্ধবী ইমন কিছু জানেন কি না, তাও জানতে চান ইডি-র তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীল এখন জেলবন্দি!  সম্প্রতি অয়ন শীলের ছেলে অভিষেককেও বিভিন্ন ইস্যু নিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি।ইডি সূত্রে দাবি, হুগলির গুড়াপে ছেলের নামে ১ কোটি টাকা টাকার সম্পত্তি কেনেন অয়ন। এছাড়া, দ্য ফসিলস নামে এক কোম্পানির হদিশ মিলেছে, যার ডিরেক্টর পদে রয়েছেন অভিষেক।ইডি সূত্রে আরও দাবি, এদিন তাঁর কাছে জানতে চাওয়া হয়, কীভাবে কোম্পানির ডিরেক্টর পদে তাঁর নাম এল?  উত্তরে অভিষেক জানান, তিনি এখানে থাকেন না। দিল্লিতে থাকেন, পড়াশোনা করছেন। তাঁর নামে জমি বা কোম্পানি কেনা হয়েছে, এ ব্যাপারে কিছুই তিনি জানেন না।বাবা অয়ন শীল যা কিছু করেছেন, তাঁকে না জানিয়ে।

জিজ্ঞাসাবাদের মুখে পড়েন অয়নের স্ত্রী। ইডি দফতরে হাজিরা দিতে হয়েছিল অয়ন শীলের বৃদ্ধ বাবা-মাকে। তারপর ইডি-র প্রশ্নের মুখে পড়তে হয় অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে। তার পরদিনই ইডি দফতরে হাজিরা দিলেন অয়ন শীলের স্ত্রী কাকলি এবং ছেলে অভিষেক।ইডি সূত্রে দাবি, অয়নের স্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, এফডি ব্লকের অফিসে কাদের যাতায়াত ছিল? উত্তরে তিনি জানান, এফডি ব্লকের অফিসে তিনি বিশেষ যাতায়াত করতেন না।অধিকাংশ সময় দিল্লিতে ছেলের সঙ্গে থাকতেন তিনি। সেখান থেকে ফিরে উঠতেন চুঁচুড়ার বাড়িতে। সেখানে বেশ কয়েকবার হুগলির বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন বলে দাবি করেছেন কাকলি শীল।

আগেই অয়নের নামে ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বলে দাবি করেছিল ইডি। অয়নের স্ত্রীর অ্য়াকাউন্টেও লক্ষ লক্ষ টাকার লেনদেন হয় বলে দাবি। সেই সূত্র ধরেই সোমবার তলব করা হয়েছিল অয়ন পত্নীকে। ইডি সূত্রে জানা গিয়েছে, লক্ষ লক্ষ টাকার লেনদেনের ব্যাপারে তিনি কতটা জানতেন সেই বিষয়ে কাকলির কাছে জানতে চাওয়া হয়।  উত্তরে কাকলি জানান, তাঁর নামে অ্যাকাউন্ট হলেও, পুরোটাই দেখতেন স্বামী অয়ন শীল। লেনদেনের ব্যাপারে তিনি কিছুই জানেন না। অয়নের সংস্থার ডিরেক্টর পদে ছিল কাকলির নাম। ইডি-র দাবি, সেখানে তাঁর কী ভূমিকা ছিল? এর উত্তরে কাকলি জানান, ডিরেক্টর পদে থাকলেও তিনি জানতেনই না সংস্থার কাজ কী।
পুরোটাই দেখতেন অয়ন। তিনি শুধু জানতেন এটা একটা রিয়েল এস্টেট কোম্পানি।

ইডি সূত্রে দাবি, কাকলি জানিয়েছেন, প্রোডাকশন হাউজের ব্যাপারে কিছুই জানতেন না তিনি। শ্বেতার ব্যাপারেও প্রথমদিকে কিছু জানতেন না। পরে যখন জানতে পারেন, স্বামীকে সাবধান করেছিলেন। এসবের থেকে দূরে থাকতে বলেছিলেন।ইডি সূত্রে জানা গিয়েছে, অয়ন-পত্নীর ৫ বছরের আয়কর রিটার্ন চাওয়া হয়েছে।

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version