Saturday, November 8, 2025

কালিয়াগঞ্জকাণ্ডে (Kaliaganj Case) নয়া মোড়। নাবালিকাকে ধর্ষ.ণ করে খু.নের অভিযোগে এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা (Public interest litigation in the High Court)। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের (Division Bench) দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন মামলাকারী। এর পাশাপাশি নাবালিকার পরিবারকে নিরাপত্তা প্রদান এবং এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে বলে জানা যাচ্ছে। মামলাকারীর আইনজীবীর তরফে সিবিআই তদন্তের (CBI enquiry) কথাও বলা হয়েছে। আগামিকাল শুনানির সম্ভাবনা।

অন্যদিকে কালিয়াগঞ্জ কাণ্ডে জাতীয় শিশু কমিশন বনাম রাজ্য শিশু সুরক্ষা কমিশন আবহে, আজ সোমবার সকালে NCPCR চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগোর (Priyank Kanungo) সঙ্গে দেখা করেন উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক মানস মন্ডল, রায়গঞ্জের এসডিও কিংশুক মাইতি (Kingshuk Maity)। রায়গঞ্জের সার্কিট হাউসে হাজির রায়গঞ্জ মেডিক্যাল কলেজের ময়নাতদন্তকারী চিকিৎসক ভাস্করজ্যোতি দেবনাথ। প্রিয়াঙ্ক কানুনগো বলছেন তিনি তিনজন ডাক্তারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তার মধ্যে দুজনে ছুটি থাকায় একজনের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে বিষ খেয়ে আত্মহত্যার কথা বলা হলেও তা মানতে নারাজ NCPCR চেয়ারপার্সন। তিনি জানান গোটা ঘটনা পর্যবেক্ষণ করার পর দিল্লি গিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে। পাশাপাশি NCPCR এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শিশু সুরক্ষা কমিশন। ১৪৪ ধারা লঙ্খন করে এসে রাজ্যকে বদনামের ছক বলে পাল্টা অভিযোগ করে রাজ্য শিশু সুরক্ষা কমিশন (WBCPCR)। সূত্র মারফতে জানা যাচ্ছে আজ যখন জেলা প্রশাসনের কর্তারা সার্কিট হাউজে যান তখন ভিতর থেকে তালাবন্ধ করে দেওয়া হয়। সেখানে সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ বলে জানানো হয় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে। মঙ্গলবার এই মামলার শুনানিতে আদালত কী রায় দেয় এখন সেটাই দেখার।

 

Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version