Friday, December 5, 2025

Madhyapradesh: কুনো জাতীয় উদ্যানে ফের চিতার মৃ.ত্যু! 

Date:

Share post:

এক মাসের মধ্যে কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) মোট দুটি চিতার মৃত্যুর (Cheetah death) খবর সামনে এল। ২৭ শে মার্চ এই জাতীয় উদ্যানে সাশা নামে একটি চিতার মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে একমাসের মধ্যে আরও এক চিতা মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) । এবারও এক পুরুষ চিতার (Male Cheetah) মৃত্যু হয়েছে বলে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বন বিভাগের মুখ্য পর্যবেক্ষক জে.এস চৌহান (J S Chauhan) জানিয়েছেন।

রবিবার সকালে চিতাটিকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। চিকিৎসা শুরু করা হলেও শেষপর্যন্ত প্রাণীটিকে বাঁচানো সম্ভব হয়নি । গতকাল বিকেল নাগাদ চিতাটির মৃত্যু হয় বলেই জাতীয় উদ্যান সূত্রে নিশ্চিত করা হয়েছে । যদিও চিতাটির অসুস্থ হয়ে পড়া বা মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এখন মোট চিতার সংখ্যা দাঁড়ালো ১৮। দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে চিতাটিকে আনা হয়েছিল। উদ্যানে থাকাকালীন সে অসুস্থ হয়ে পড়ে বলে জানা যায়। এর আগে মার্চ মাসে সাশার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। এক মাসের মধ্যে দুটি চিতার মৃত্যু ঘিরে রহস্য এবং উদ্বেগ দুই-ই বাড়ছে। ১৯৫২ সালেই ভারতের মাটি থেকে বিলুপ্ত হয়ে যায় চিতা। তারপর দেশে পুনরায় চিতা ফিরিয়ে আনার লক্ষ্যে দীর্ঘ সাত দশক পর নামিবিয়া থেকে নিয়ে আসা হয় চিতাশাবক। গত বছর ৮টি চিতা আসে। বছর আরও ১২টি চিতা দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা হয় এবং তাদেরও মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে রাখা হয়েছে । তবে জাতীয় উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা ঘিরে গত কয়েক মাস ধরে একাধিকবার প্রশ্ন উঠেছে। প্রায়ই কুনো জাতীয় উদ্যান থেকে চিতা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। যার ফলে চিন্তায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ। এবার এক মাসের মধ্যে দুই চিতার মৃত্যুতে একাধিক প্রশ্ন উঁকি দিচ্ছে।

 

spot_img

Related articles

‘বন্ধু’ পুতিনকে শ্রীমদ্ভগবদ্ গীতা উপহার মোদির, সফরে বিশেষ নজর ভারত-রুশ জ্বালানি সম্পর্কে

দুদিনের সফরে ভারতে পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বৃহস্পতিবার সন্ধেয় প্রোটোকল ভেঙে তাঁকে বিমানবন্দরে গিয়ে...

বড়ে বড়ে দেশো মে… DDLJ-র ৩০ বছর পূর্তিতে লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের রাজ-সিমরন

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'- শাহরুখ খান- কাজল অভিনীত অত্যন্ত জনপ্রিয় এই বলিউডি ফিল্মের (Bolliwood Film) এবার মুক্তির ৩০...

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...