Friday, November 14, 2025

জনসংযোগ যাত্রা: অভিনন্দন মমতার, পাল্টা টুইটে দলনেত্রীকে ধন্যবাদ অভিষেকের

Date:

তৃণমূলে নব জোয়ার- এই ধরনের কর্মসূচি এই প্রথম নিয়েছে জোড়াফুল শিবির। মঙ্গলবার, থেকে যাত্রা শুরু। সোমবারেই দু মাসের জন্য ঘর ছেড়ে রওনা হচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার আগে সোমবার সকালে এই জনসংযোগ যাত্রার সাফল্য কামনা করে এবং অভিনন্দন জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজ বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। দিদিকে টুইট করে ধন্যবাদ জানিয়ে এই বার্তা দিলেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।

নিজের টুইটার হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,
“প্রথম ধরনের রাজনৈতিক প্রচারাভিযান- তৃণমূলে নব জোয়ার। আমি অভিষেক এবং সমস্ত দলীয় কর্মীদের রাজ্যজুড়ে #JonoSanjogYatra শুরু করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাই।
আমরা তৃণমূলে প্রগতি ও উন্নয়নের একটি নতুন তরঙ্গের সূচনা করার লক্ষ্য নিয়েছি। এজন্য আমরা বিনীতভাবে এই প্রচেষ্টা সফল করার জন্য বাংলার মানুষের আশীর্বাদ কামনা করছি।”

এর উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন,
“ধন্যবাদ দিদি! জাতি, গোষ্ঠী, ধর্ম বা রাজনৈতিক দল নির্বিশেষে সমস্ত পরিবারের কাছে আপনার জন কল্যাণমূলক উদ্যোগগুলি পৌঁছনোর বিষয়ে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। পশ্চিমবঙ্গ অন্যদের কাছে অনুপ্রেরণার আলোকবর্তিকা হিসাবে কাজ চালিয়ে যাবে।”


জনসংযোগ যাত্রায় সোমবার থেকে টানা দুমাস বাংলার পথে ঘুরবেন, রাস্তায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে। স্থানীয়দের থেকে জেনে নেবেন, তৃণমূলের প্রার্থী হিসেবে কাকে দেখতে চান তাঁরা। তীব্র গরম সত্ত্বেও ২৫ তারিখ থেকে জনসংযোগ যাত্রায় বেরোবেন অভিষেক সঙ্গে থাকবেন বেশ কয়েকজন তৃণমূল নেতা- সাংবাদিক বৈঠকে একথা আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে অভিষেক জানান, “দুমাস রাস্তাতেই থাকব। বাড়ি ফিরব না।” সেই মতোই শুরু হচ্ছে তৃণমূলে নব জোয়ার।

 

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version