Thursday, August 28, 2025

খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংকে (Amritpal Singh) বন্দি করা হয়েছে ডিব্রুগড় সংশোধনাগারে (Dibrugarh Jail)। আর সেই কারণে পুরো ডিব্রুগড় জুড়ে জারি কড়া নিরাপত্তা। এই সংশোধনগারে আগে থেকেই বন্দি আরও কয়েকজন শীর্ষ খলিস্তানি। ধৃতরা সবাই অমৃতপাল ঘনিষ্ঠ ও ‘ওয়ারিস পাঞ্জাব দে’ সংগঠনের সদস্য বলে খবর। পাশাপাশি ডিব্রুগড় সংশোধনাগার সংলগ্ন এলাকায় বিশেষ নিরাপত্তা রাখা হয়েছে। এছাড়া চেকপোস্টগুলিতে অসম পুলিশ কর্মীদের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে।

রবিবার পাঞ্জাব পুলিশের (Punjab Police) কাছে গ্রেফতার হয় অমৃতপাল সিং। তাকে আসামের ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তবে তিহার বা অন্য কোথাও না পাঠিয়ে খলিস্তানপন্থীদের বন্দি করে কেন ডিব্রুগড়ে পাঠানো হল এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। অমৃতপাল সিং এবং তার সহযোগীদের পাঞ্জাব বা দিল্লির সংশোধনাগারে রাখার পরিবর্তে অসমে স্থানান্তরিত করার অন্যতম কারণ হল পশ্চিম ভারত থেকে উত্তর পূর্ব ভারতের দূরত্ব। মনে করা হচ্ছে, এই দূরত্বের কারণে ডিব্রুগড়ে কোনওরকম খালিস্তানি বিক্ষোভ হবে না কারণ অসমে খলিস্তানপন্থীদের উপস্থিতি তেমন নেই। আর সেকারণেই তাদের সেখানে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৮৫৯-৬০ সালে নির্মিত ডিব্রুগড় জেলটিকে অসম সহ দেশের সবচেয়ে নিরাপদ সংশোধনাগার বলে মনে করেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। ডিব্রুগড়ের সংশোধনাগার উত্তর-পূর্বাঞ্চলের প্রাচীনতম।

তবে বর্তমানে পাঞ্জাবে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতাদের রাখা হচ্ছে এই সংশোধনাগারে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা IAS মদতপুষ্ট খলিস্তানিপন্থীরা। এই বিচ্ছিন্নতাবাদীদের নেতা জার্নেল সিং ভিন্দ্রানওয়ালেকে গুরু মেনে নিয়ে তার উত্তরসূরী হিসেবে নিজেকে দাবি করেছে অমৃতপাল সিং। তবে ডিব্রুগড় জেল কর্মকর্তারা জানিয়েছেন অমৃতপালের সহযোগীদের যে কক্ষে রাখা হয়েছে সেখানে নিরাপত্তার বেশ কয়েকটি স্তর রয়েছে। ডিব্রুগড় জেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সিআরপিএফ জওয়ানরা সর্বক্ষণ জেল পাহারা দিচ্ছে। অসম পুলিশের কমান্ডোরাও রয়েছেন পাহারায়। ৫৭টি সিসিটিভি ক্যামেরা দিয়ে জেলের সর্বত্র নজরদারি চলছে। জানা গিয়েছে, এই জেলে কমপক্ষে ৬৮০ জনকে বন্দি রাখার ক্ষমতা আছে। তবে বন্দির সংখ্যা এখন ৪৩০ জনের কম।

 

 

 

Related articles

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...
Exit mobile version